সকালে খামার ঘিরে থাকা জালে এমন বড় সাপ দেখতে পেয়ে পরিবারের লোকজন ভয় পেয়ে যান। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। কৌতূহলী মানুষ ভিড় জমাতে থাকেন ময়াল সাপটিকে দেখার জন্য। খবর পেয়ে খাতড়া বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করেন।
বন দফতর সূত্রে জানা গেছে, সাপটি প্রায় সাত ফিট লম্বা ও ওজন প্রায় ১৫ কেজি। কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর সুস্থ অবস্থায় সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। বন দফতর জানিয়েছে, ময়াল সাপ যাদের অজগরও বলা হয় -এই সাপ হল নিরীহ প্রজাতির বিষহীন সাপ। এরা মানুষের পরম বন্ধু। নানাভাবে এই সাপ মানুষের উপকার করে থাকে। তাই এমন সাপ কোথাও দেখা গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন দফতরে খবর দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।
advertisement
আরও পড়ুন- কলকাতা থেকে দিঘা ঢোকার মুখে উল্টে গেল যাত্রিবাহী বাস, জাতীয় সড়কে বড় দুর্ঘটনা!
শীতকাল আসছে। এখন সাপ আর দেখা যাবে না। হাইবারনেশন অর্থাৎ শীতঘুমে চলে যাবে সরিসৃপ প্রাণীরা। অজগর সাপ তাদের অন্যতম। বাঁকুড়ার খাতড়া অঞ্চল পাথুরে এলাকা। অজগর সাপের জন্য একদম উপযুক্ত জায়গা। এই অজগর সাপ গাছে উঠে পাখির বাসা থেকে ডিম পেড়ে খায়। আবার হাঁস,মুরগি এবং গোটা ছাগল গিলে খাওয়ার ক্ষমতা রয়েছে এই সাপের। মূলত পেট ভর্তি খাবার খেয়ে তবেই শীতঘুমে যায় বড় বড় সাপ।





