ব্যবহারের অযোগ্য বস্তু দিয়ে তৈরি আয়ুশের তিন ফুটের রথ প্রসংশা কুড়িয়েছে সকলের। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের থানা কলোনির বাসিন্দা আয়ুশ দে।ইসলামপুর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র। পড়াশোনার ফাঁকে ফাঁকে ছোট থেকেই সে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে ভালোবাসে।
আরও পড়ুন: রথের মেলায় বাপের বাড়িতে এসে এ কী করলেন গৃহবধু! হতবাক সকলে
advertisement
বাড়ির ব্যবহার অযোগ্য উপকরণ দিয়ে আয়ুশের ছোট থেকেই বিভিন্ন ধরনের মূর্তি বানানোর শখ । তবে এবার রথ বানিয়ে নিজের বাড়িতেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পুজোর আয়োজন করছে আয়ুশ। আয়ুশ জানায় যে ছোট থেকেই তাঁর ঘরের অপ্রয়োজনীয় জিনিস দিয়ে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করে সে।
আরও পড়ুন: যানজট সমস্যার স্থায়ী সমাধান চেয়ে রায়গঞ্জে বিশেষ একজন অবস্থানে বসলেন, কে তিনি?
গত বছর সে এক ফুটের রথ ও বানিয়ে ছিল। তবে এবছর সে তিন ফুটের রথ বানিয়েছে বাড়ির অপ্রয়োজনীয় সমস্ত সামগ্রী দিয়ে। আয়ুশের মা রিনা দে জানান ছোট থেকেই আমাদের বাড়ির অপ্রয়োজনীয় জিনিস দিয়ে আয়ুশ বিভিন্ন ধরনের পুতুল, মূর্তি এছাড়াও রথ বানায়। কোনও রকম টাকা খরচ না করেই সে এই সব জিনিস তৈরি করে। এবার ও সে রথ যাত্রা উপলক্ষ্যে তিন ফুটের রথ বানিয়ে সকলকে অবাক করে দিয়েছে।বাড়ির পরিত্যাক্ত উপকরণ দিয়ে এই তিন ফুটের রথ তৈরি করে সকলের কাছে প্রশংসার পাত্র হয়ে উঠেছে ছোট আয়ুশ।
পিয়া গুপ্তা