North Dinajpur News: রথের মেলায় বাপের বাড়িতে এসে এ কী করলেন গৃহবধু! হতবাক সকলে
- Reported by:PIYA GUPTA
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
দেবিকা নামের এক মহিলা স্বামী, সন্তানকে নিয়ে বাবার বাড়ি দক্ষিনালে রথ উৎসবে আসেন কিছুদিনের জন্য। সেখানেই তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
ইটাহার: উত্তর দিনাজপুরে রথের মেলা উপলক্ষ্যে স্বামী, সন্তানকে নিয়ে বাবার বাড়িতে ঘুরতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক গৃহবধু। এদিন ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার দক্ষিনাল এলাকায়। ইটাহার থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দক্ষিনাল গ্রামের বাসিন্দা দেবিকা বর্মনের চার বছর আগে পার্শ্ববর্তী বেতোর গ্রামের বাসিন্দা অমিত বর্মনের বিয়ে হয়। দেবিকা স্বামী সন্তানকে নিয়ে বাবার বাড়ি দক্ষিনালে রথ উৎসবে আসেন কিছুদিনের জন্য। তবে এদিন সকাল থেকে দেবিকা বাড়ির সকলের সঙ্গে স্বাভাবিক ভাবে মেলামেশা করে। তারপর দেবিকা নিজের ঘরে যায় এর কিছু ক্ষণ পরে তার বাবা মন্টু বর্মন ঘরে গিয়ে দেখে মেয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।
advertisement
আরও পড়ুন ঃ ৮০ থেকে ১০০ টাকা! জমজমাট রথের মেলায় গরমাগরম জিলিপি আর মুচমুচে পাঁপড়ের দাম শুনলে চমকে যাবেন
advertisement
ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আছে। খবর দেওয়া হয় ইটাহার থানার পুলিশকে। পুলিশ দেহ উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে আনলে চিকিৎসক দেবিকা বর্মন নামে ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করে।
advertisement
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 22, 2023 8:49 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: রথের মেলায় বাপের বাড়িতে এসে এ কী করলেন গৃহবধু! হতবাক সকলে










