Rathayatra 2023: ৮০ থেকে ১০০ টাকা! জমজমাট রথের মেলায় গরমাগরম জিলিপি আর মুচমুচে পাঁপড়ের দাম শুনলে চমকে যাবেন

Last Updated:

Rathayatra 2023: উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন রথের মেলায় জিলিপি বিকোচ্ছে এখন ৮০ থেকে ১০০ টাকা কেজি।১০  টাকায়  বিক্রি হচ্ছে ছোট পাঁপড়।

+
জিলাপি 

জিলাপি 

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুর : বাঙালির কাছে রথযাত্রা মানেই গরম গরম জিলিপি আর কুড়মুড়ে পাঁপড়ভাজা। জল কাদা ঘেঁটে, ভিড় ঠেলে রথ দেখার সঙ্গে জিলিপি আর পাঁপড়ভাজা এই দুটো না খেলে যেন রথ দেখা সম্পূর্ণ হয় না। এই রথের মেলার সঙ্গে অনেকের ছোটবেলার স্মৃতি জড়িয়ে রয়েছে । সে স্মৃতির টানে বড় বা বুড়ো সকলেই বাড়ির কচিকাঁচাদের সঙ্গে রথের মেলায় গিয়ে একবার হলেও জিলেপি কিংবা পাপড় কিনে আনবেন।
একটা সময় ছিল যখন দু’ টাকায় এক ঠোঙা জিলিপি ও একটাকায় দুই পিস পাঁপড় পাওয়া যেত।প্রতিটা রথের মেলায় পাপড় ভাজা ও জিলিপির চাহিদা থাকত আকাশছোঁয়া।তবে এবছর রথের মেলায় জিলিপি ও পাঁপড়েরদাম কত জানেন?
advertisement
উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন রথের মেলায় জিলিপি বিকোচ্ছে এখন ৮০ থেকে ১০০ টাকা কেজি । অর্থাৎ মাঝারি এক ঠোঙা জিলিপি কিনতে প্রায় ৩০ থেকে ৪০ টাকা খরচ পড়বে। অনেক জায়গায় আবার দু টাকা পিস হিসেবেও জিলিপি বিক্রি হচ্ছে।
advertisement
বর্তমানে দ্রব্যমূল্যের যুগে দুই টাকার দুই পিস পাঁপড় এখন স্বপ্নেরও অতীত। এ বছর রথের মেলায় ১০ টাকায় বিক্রি হচ্ছে ছোট পাঁপড় ও বড় পাঁপড়।সব মিলিয়ে স্মৃতি জড়ানো হাতে গরম নোনতা মিষ্টিও এখন দ্রব্যমূল্যের ঠেলায় মহার্ঘ্য হয়েছে। তবে তা সত্বেও রথের মধ্যে কেনাবেচায় কিন্তু সামান্য ভাটা পড়েনি। মেলায় ক্রেতা বিক্রেতা সবার মুখেই চওড়া হাসি কারণ এবার কেনাবেচায় তেমন জল ঢালেনি বৃষ্টি।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Rathayatra 2023: ৮০ থেকে ১০০ টাকা! জমজমাট রথের মেলায় গরমাগরম জিলিপি আর মুচমুচে পাঁপড়ের দাম শুনলে চমকে যাবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement