আরও পড়ুন: পরিবেশবান্ধব ব্যাটারি চালিত গাড়ি সংগ্রহ করবে গ্রামের বর্জ্য
এই উদ্যোগ প্রসঙ্গে ওই সবজি বিক্রেতা বলেন, এতে লাভের পরিমাণ কম থাকলেও তিনি এই মডেলের ব্যবসা করে এক নিশ্চিত আয়ের সন্ধান পেয়েছেন। বাজারে যে দামে সবজি বিক্রি হয় সেই একই দামে তিনি বাড়ির দরজায় সবজি পৌঁছে দেন। সবজি বিক্রেতা সুবীর সাহার বাড়ি রায়গঞ্জের কাঞ্চননগরে। তিনি ঝুড়িতে করে করলা, বেগুন, পেঁপে, টমেটো, পটল, স্কোয়াস ইত্যাদি বিক্রি করেন।
advertisement
বাড়ির দরজায় টাটকা সবজি দেখে অনেককেই এগিয়ে এসে তা কিনতে দেখা গেল। এমনই এক ক্রেতা শাহনাজ বিবি বলেন, এইভাবে বাড়ির দরজায় সবজি নিয়ে আসায় এই গরমে তাঁদের অনেকটাই সুবিধে হচ্ছে। তিনি জানান বাজারে না গিয়েই এখন বাড়িতে বসে টাটকা সবজি তুলনায় অনেক কম দামে পাচ্ছেন। আগামী দিনেও সুবীর সাহা নামে ওই সবজি বিক্রেতার কাছ থেকেই তিনি সবজি কিনবেন বলে জানিয়েছেন।
পিয়া গুপ্তা