এদিন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশনের অধীনে কর্মরত বিদ্যুৎকর্মীরা ৫৩তম জাতীয় সুরক্ষা সপ্তাহ পালন করলেন এই সচেতনতা শিবিরের মাধ্যমে। ৪ মার্চ থেকে আগামী ১০ মার্চ পর্যন্ত এই নিরাপত্তা সপ্তাহে তাঁরা সাধারণ মানুষকে বিদ্যুতের ব্যাপারে সচেতন করবেন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, এই নিরাপত্তা সপ্তাহের মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষকে বিদ্যুতের ব্যাপারে সচেতনতা করে তোলা। বিদ্যুৎ দফতরের আধিকারিক মানিক চন্দ্র বর্মণ বলেন, ‘‘হুকিং করে বিদ্যুতের সংযোগ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনার কবলে পড়ছেন কিছু অসাধু মানুষ।’’
advertisement
তাঁর কথায়, অধিকাংশ লোকজনই বিদ্যুতের ব্যবহার সম্পর্কে অজ্ঞ। অনেকেই হুকিং করেন। সকাল-বিকেল বিদ্যুতের তার নিয়ে নাড়াচাড়া করেন। অথচ, তাঁরা স্বাভাবিক কারণই বিদ্যুতের ব্যবহারবিধি জানেন না। দফতরের লোকজন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন। তাই বিদ্যুৎ গ্রাহকদের সচেতন করতে কালিয়াগঞ্জ শহরের পথে নেমে সাধারণ মানুষদের বিদ্যুৎ থেকে কী ভাবে নিরাপদে থাকতে হয়, সে ব্যাপারে তাঁরা সচেতনতা জারি করছেন।
বিদ্যুত দফতরের লোকজন এলাকায় স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবিরও করছেন। এই নিরাপত্তা সপ্তাহ জুড়েই চলবে এই সচেতনতা। আগামী দিনে যাতে হুকিং করতে গিয়ে কোন মানুষের প্রাণ না যায় সেই চেষ্টায় চালাচ্ছেন বিদ্যুৎ দফতরের কর্মীরা।
পিয়া গুপ্ত