Viral Video: ভয়ঙ্কর কাণ্ড...চতুর্দিকে ছি ছি! পুরুষ রোবটের ‘হাতে’ মহিলার ‘শ্লীলতাহানি’...ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্কের ঝড়!

Last Updated:

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে TansuYegen' নামের হ্যান্ডেল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আজ সৌদি রোবট সামনে এল’। সেই ভিডিও দেখে হতবাক দর্শকরা। তাঁদের চোখে এটা ইভটিজিং। অনেকে অবশ্য বলছেন, রোবটের হাত স্বাভাবিক নড়াচড়াই করছিল। মহিলা সাংবাদিক ওখানে দাঁড়িয়েছিলেন বলেই এমনটা মনে হচ্ছে। ইতিমধ্যে ১ লাখ ৮৯ হাজার মানুষ দেখেছেন এই ভিডিও। সংখ্যাটা ক্রমশ বাড়ছে।

সৌদি আরব: টিভি ক্যামেরার সামনেই মহিলা সাংবাদিকের শ্লীলতাহানি! আর না, কোনও মানুষ নয়, শ্লীলতাহানি করল একটা রোবট৷ রোবটের কি যৌন ইচ্ছা থাকতে পারে? জাগতে পারে কামোত্তেজনা? এককথায় এর উত্তর, না। মেশিনের আবার যৌন ইচ্ছা কি? কিন্তু তাকে যদি ওইভাবেই প্রোগ্রামিং করা হয় তাহলে? শুরু হয়েছে তীব্র বিতর্ক।
সৌদি আরবের প্রথম পুরুষ রোবট ‘অ্যান্ড্রয়েড মহম্মদ’-এর কাণ্ড। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রিয়াধে ডিপফাস্টের দ্বিতীয় সংস্করণে একটি পুরুষ রোবটকে সামনে আনা হয়। রোবটের পরনেও সৌদি পুরুষদের মতো পোশাক। পা পর্যন্ত জোব্বা, মাথায় ফেট্টি। সেই রোবটের সামনে দাঁড়িয়েই খবর পরিবেশন করছিলেন রাওইয়া আল কাসিমি নামের এক মহিলা সাংবাদিক। হঠাৎই তাঁকে ‘অনুপযুক্তভাবে স্পর্শ’ করে বসে রোবট। ভিডিওতে ধরা পড়েছে সেই দৃশ্য।
advertisement
আরও পড়ুন: চড় চড় করবে চড়বে তাপমাত্রার পারদ…আমূল বদলে যাবে আবহাওয়া! জানেন কবে থেকে?…রইল আগামী কয়েকদিনের সম্পূর্ণ ওয়েদার আপডেট
সাত সেকেন্ডের সেই ভিডিও এখন অনলাইনে ঝড় তুলেছে। রোবটের হাতের নড়াচড়া, মহিলা সাংবাদিকের অস্বস্তিকর ভাব – এড়িয়ে যায়নি কিছুই। অধিকাংশ নেটিজেনদের দাবি, রোবটটিকে এভাবেই প্রোগ্রাম করা হয়েছে। তাঁদের স্পষ্ট কথা, এটা ‘রোবটিক শ্লীলতাহানি’।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে TansuYegen’ নামের হ্যান্ডেল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আজ সৌদি রোবট সামনে এল’। সেই ভিডিও দেখে হতবাক দর্শকরা। তাঁদের চোখে এটা ইভটিজিং। অনেকে অবশ্য বলছেন, রোবটের হাত স্বাভাবিক নড়াচড়াই করছিল। মহিলা সাংবাদিক ওখানে দাঁড়িয়েছিলেন বলেই এমনটা মনে হচ্ছে। ইতিমধ্যে ১ লাখ ৮৯ হাজার মানুষ দেখেছেন এই ভিডিও। সংখ্যাটা ক্রমশ বাড়ছে।
advertisement
আরও পড়ুন:বদলে গেল চব্বিশের টার্গেট! মোদির আগমনেই অন্য মেজাজে বঙ্গবিজেপি…নয়া লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন সুকান্ত
ভিডিও-র কমেন্ট বক্সে এক ইউজার লিখেছেন, ‘মহিলা সাংবাদিকের শ্লীলতাহানি করছে রোবট! এর পর কত কী যে দেখতে হবে’! আরেকজন লিখেছেন, ‘স্পষ্ট হয়রানি। এভাবেই রোবটটির প্রোগ্রামিং করা হয়েছে’। একজন এক্স ইউজার জানতে চেয়েছেন, ‘কে এই রোবটের প্রোগ্রামিং করেছে’? সাফাইও দিয়েছেন কেউ কেউ। লিখেছেন, ‘রোবটের প্রোগ্রামিং ঠিকঠাকই করা হয়েছে। মহিলা সাংবাদিক ভুল জায়গায় দাঁড়িয়েছেন’। আরেকজনের মন্তব্য, ‘হাতের স্বাভাবিক নড়াচড়া এমনই হয়, মহিলা সাংবাদিক কাছাকাছি ছিলেন বলে হাত লেগে গিয়েছে’।
advertisement
মানিকন্ট্রোলের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, নিখুঁত এবং নির্ভুল কাজ করার ক্ষমতা রয়েছে রোবটটির। মানুষের জন্য বিপজ্জনক, এমন জায়গায় উৎপাদন দক্ষতা এবং নিরাপত্তার স্বার্থে এই রোবট ব্যবহার করা হবে। কিন্তু তার আগেই যে এমন বিতর্ক তৈরি হবে কে জানত!
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Video: ভয়ঙ্কর কাণ্ড...চতুর্দিকে ছি ছি! পুরুষ রোবটের ‘হাতে’ মহিলার ‘শ্লীলতাহানি’...ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্কের ঝড়!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement