IMD Weather Update: চড় চড় করবে চড়বে তাপমাত্রার পারদ...আমূল বদলে যাবে আবহাওয়া! জানেন কবে থেকে?...রইল আগামী কয়েকদিনের সম্পূর্ণ ওয়েদার আপডেট
- Reported by:BISWAJIT SAHA
- Published by:Satabdi Adhikary
Last Updated:
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। ১০ই মার্চ এবং ১২ই মার্চ দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। ওড়িশা এবং রাজস্থানে রয়েছে তিনটি ঘূর্ণাবর্ত। তামিলনাড়ু থেকে বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে।
দেশে তিন তিনটে ঘূর্ণাবর্ত৷ সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার নতুন দাপট৷ তাতে সঙ্গ দেবে আবার মৌসুমি অক্ষরেখা৷ তবে, এই সবের আদৌ কি কোনও প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের আগামী কয়েকদিনের ওয়েদারে? কেমন থাকবে দক্ষিণবঙ্গ? উত্তরেই বা কেমন থাকবে আবহাওয়া? আগামী সপ্তাহে কোন নতুন চমক অপেক্ষা করবে আমাদের জন্য৷ জানুন, রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের সম্পূর্ণ ওয়েদার আপডেট৷
advertisement
advertisement
advertisement
দক্ষিণবঙ্গ: আজ থেকে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল সন্ধ্যা মনোরম আবহাওয়া আগামী শনিবার পর্যন্ত। হালকা উত্তর-পশ্চিমের হাওয়া বইবে। হালকা শীতল হাওয়ায় খুব সামান্য হলেও তাপমাত্রা নামবে। তবে তাপমাত্রার খুব বেশি উল্লেখযোগ্য পরিবর্তন নেই। রবিবারের পর ফের বাড়বে তাপমাত্রা। ক্রমশ বাড়বে দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা। আগামী সপ্তাহে পারদ বেশ খানিকটা চড়তে পারে। সপ্তাহের শুরুতেই বেশ কিছুটা বেড়ে যেতে পারে তাপমাত্রা। রবিবারের পর ফের তাপমাত্রা চড়বে। দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।
advertisement
কলকাতা: আজ দিনভর পরিষ্কার আকাশ। বেলা বাড়লে গরম বাড়বে। আগামী দু'দিন তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। সকালে মনোরম পরিবেশ থাকলেও, বেলা বাড়লে গরম বাড়বে। রবিবার থেকে সামান্য বাড়বে উষ্ণতা। আগামী সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস । সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
advertisement
কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪০ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২০ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
উত্তরবঙ্গ: আজ ও কাল দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টির বিক্ষিপ্তভাবে সম্ভাবনা কালিম্পং-এর পার্বত্য এলাকাতেও। শুধুমাত্র পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। আগামী তিন দিন তাপমাত্রা খুব সামান্য কমবে। শনিবারের পর সামান্য বাড়তে পারে তাপমাত্রা। রবিবার থেকে ক্রমশ চড়বে পারদ।
advertisement
জোড়া পশ্চিমী ঝঞ্ঝা আসছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা। ওড়িশায় বৃষ্টির পূর্বাভাস। সিকিম, অরুণাচল প্রদেশে বৃষ্টির সঙ্গে তুষারপাতের পূর্বাভাস। দক্ষিণ ভারতে কেরল সহ সংলগ্ন এলাকায় উষ্ণ ও অস্বস্তিকর আবহাওয়া।
advertisement







