TRENDING:

North Dinajpur News: ব্যাডমিন্টন খেলছেন বিধায়ক! 'কোর্টের' প্রতিদ্বন্দ্বীকে বড় চমক দিলেন এই 'এমএলএ'

Last Updated:

North Dinajpur News: ব্যাডমিন্টন হাতে নিয়ে নিজেকে গরম করার পাশাপাশি মাঠ কাঁপালেন এবার বিধানসভার পিএসসি কমিটি চেয়ারম্যান তথা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: শরীর ও মন সুস্থ রাখতে ব্যাডমিন্টন নিয়ে মাঠে নামলেন বিধায়ক। শীতকাল মানে চুটিয়ে খাওয়াদাওয়া, আর চুটিয়ে খেলা ধুলা। শীতের সময় ব্যাডমিন্টন খেলা বেশি জনপ্রিয়। শরীর ও মনের সুস্থতায় অবশ্য ব্যাডমিন্টন বেশ উপকারী।
advertisement

এক ঘণ্টা ব্যাডমিন্টন খেললে ৪৫০ ক্যালরি পোড়ানো সম্ভব। তাই শীতের সময় রাতের বেলায় কোন জায়গায় যদি আলো জ্বালিয়ে সেখানে ব্যাডমিন্টন খেলান তবে একদিকে যেমন আপনার শরীরচর্চা হয়ে যাবে তেমনই শীতকালে নিমেষের মধ্যে হয়ে যাবেন আপনি গরম।

তাই এই শীতে খানিকক্ষণের জন্য ব্যাডমিন্টন হাতে নিয়ে নিজেকে গরম করার পাশাপাশি মাঠ কাঁপালেন এবার বিধানসভার পিএসসি কমিটি চেয়ারম্যান তথা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বেশ খানিকক্ষণ তাকে দেখা গেল ব্যাডমিন্টনের কোটে ব্যাডমিন্টন হাতে নিয়ে ব্যাডমিন্টন খেলতে। যা দেখে সবাই কিছুক্ষণের জন্য হতবাক হয়ে গিয়েছেন।

advertisement

যে বিধায়ককে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে মানুষের প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে, বিরোধীদের তুলোধোনা করতে, সেই বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে দেখা গেল ব্যাডমিন্টন কোর্টে প্রতিদ্বন্দ্বীকে একের পর এক ব্যাডমিন্টন হাতে চাপ দিতে। যা দেখে উপস্থিত সকলেই মজা পেলেন।

আরও পড়ুন : হাতে মাত্র…! ‘এই’ দিন থেকেই হাড়হিম ঠান্ডার দাপট শুরু দক্ষিণবঙ্গে! জানিয়ে দিল হাওয়া অফিস! কত নামবে পারদ?

advertisement

ব্যাডমিন্টন খেলা দেখতে আসা সাধারণ মানুষরাও বিধায়ককে দেখে আবাক। মাইক হাতে তুলে নিয়ে বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান, “আজকাল আমরা বেশিরভাগ সময় দেখি নতুন প্রজন্ম খেলাধুলা, গ্যাজেট মোবাইলের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। শারীরিক ক্রিয়াকলাপ খুব কম হচ্ছে। পড়াশোনা করে যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায় কেউ আইএস ,আইপিএস হন। তেমন খেলার জগতেও আর বিশেষ করে এই ব্যাডমিন্টনে আমাদের দেশ খুব ভাল পারফরম্যান্স করছে।”

advertisement

আরও পড়ুন :মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই ‘ময়দানে’ তিনি! আজই গঙ্গাসাগর যাচ্ছেন দিলীপ ঘোষ! রইল সফরসূচি

বিধায়ক আরও বলেন, “যে কোনও খেলাতেই অংশগ্রহণ করাটাই সবচেয়ে বড় কথা। প্রতিযোগিতায় কেউ হয়তো জয়ী হবে কেউ আবার হেরে যাবে। কিন্তু হেরে গেলে মন খারাপ হয়ে থাকলে চলবে না। অংশগ্রহণ করলেই আগামী দিনে তার জয়ের রাস্তা পরিষ্কার হবে। তিনি সকল খেলোয়াড়দের নিজেদের ১০০% পারফরম্যান্স দেওয়ার কথা বললেন।”

advertisement

উল্লেখ্য উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের দক্ষিণ কসবা ব্যাডমিন্টন কমিটির পরিচালনায় দুদিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী। সেখানে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করতে এসে নিজেও ব্যাডমিন্টন খেলে এই শীতে নিজের শরীরচর্চায় মেতে উঠলেন। যা দেখে খানিকের জন্য বেশ অবাক হয়ে গেলেন সাধারণ মানুষ।

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: ব্যাডমিন্টন খেলছেন বিধায়ক! 'কোর্টের' প্রতিদ্বন্দ্বীকে বড় চমক দিলেন এই 'এমএলএ'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল