বেতন নিয়ে বচসার মাঝেই র*ক্তারক্তি কাণ্ড! রায়গঞ্জ হাসপাতালে সহকর্মীর পেটে কাঁচির কোপ বসালেন মেডিক্যাল কর্মী
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Raiganj Hospital: উত্তম দাস নামে অপর এক কর্মীর সঙ্গে মেডিক্যাল লন্ড্রি সুপারভাইজার সাগর রজকের বেতন নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। অশান্তি থামাতে গিয়েছিলেন কার্তিক রজক। উলটে তিনিও ধারালো কাঁচির কোপে আহত হন।
রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, মুক্তা সরকার: বেতন পাওয়া নিয়ে বচসার জেরে এক অস্থায়ী মেডিক্যাল কর্মীর পেটে ধারালো কাঁচি দিয়ে আঘাত করলেন তাঁরই সহকর্মী। বৃহস্পতিবার এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে।
সূত্রের খবর, প্রতিদিনের মতো এদিনও রায়গঞ্জ মেডিক্যালে সকালে কাজে আসেন রায়গঞ্জ উকিল পাড়ার বাসিন্দা কার্তিক রজক। অন্যদিকে এদিনই উত্তম দাস নামে অপর এক কর্মীর সঙ্গে মেডিক্যাল লন্ড্রি সুপারভাইজার সাগর রজকের বেতন নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, বহরমপুরের বাসিন্দা উত্তম দাস সুপারভাইজারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এমতাবস্থায় কার্তিক রজক এই ঘটনার প্রতিবাদ জানিয়ে উত্তম দাসকে বাধা দিতে যান। আর সেই সময়েই কার্তিকের পেটে ধারালো কাঁচি দিয়ে আঘাত করেন উত্তম। আহত হন সুপারভাইজার সাগর রজকও।
advertisement
আরও পড়ুনঃ বন্যা কবলিত ভুতনিতে বাড়ছে মৃতের সংখ্যা! এবার বলি শিশু, ঘরে জমা জলই প্রাণ কাড়ল একরত্তির
গুরুতর জখম অবস্থায় কার্তিক রজককে ভর্তি করা হয় রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে। হাসপাতাল কর্মীদের তৎপরতায় ধরা পড়েন উত্তম দাস। উত্তম দাসকে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
advertisement
স্বভাবতই এই ঘটনার পর মেডিক্যাল কলেজ চত্বরে কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কার্তিক রাজকের মা পুষ্প রজক যিনি নিজেও পেশায় মেদিকেলের একজন লন্ড্রি-কর্মী। ছেলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জেরে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। দোষী ব্যক্তির শাস্তির দাবিতে সরব হন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 18, 2025 1:39 PM IST