বন্যা কবলিত ভুতনিতে বাড়ছে মৃতের সংখ্যা! এবার বলি শিশু, ঘরে জমা জলই প্রাণ কাড়ল একরত্তির
- Published by:Aishwarya Purkait
- local18
- Reported by:Sebak Deb Sarma
Last Updated:
Malda Flood: বাঁধভাঙা জল ঘরের মধ্যে প্রবেশ করেছে। জলের উপরেই মাচা করে ঘুমিয়ে ছিল পরিবার। মা-বাবা উঠে গেলেও শিশু ঘুমিয়ে ছিল। হঠাৎ করে শিশু বিছানা থেকে জলের মধ্যে পড়ে যায়।
মালদহ, সেবক দেবশর্মা, লিপেশ লালা: মালদহে প্লাবিত ভুতনিতে ফের জলে ডুবে মৃত্যু। বিছানা থেকে পড়ে জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। বাঁধভাঙা জল ঘরের মধ্যে প্রবেশ করেছে। জলের উপরেই মাচা করে ঘুমিয়ে ছিল পরিবার। মা-বাবা উঠে গেলেও শিশু ঘুমিয়ে ছিল। হঠাৎ করে শিশু বিছানা থেকে জলের মধ্যে পড়ে যায়। ঘরের মধ্যেই জলে ডুবে শিশুর মর্মান্তিক পরিণতি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মানিকচক ব্লকের ভুতনির হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গটলা এলাকায়।
সন্তানকে জলে ডুবে থাকতে দেখে ছুটে এসে পরিবারের লোকজন একরত্তিকে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানেই জানা যায়, শিশুটির মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মৃত শিশুর নাম সুমন মণ্ডল। বয়স আনুমানিক ২ বছর।
আরও পড়ুনঃ পুজোর জৌলুস অধরা ‘এই’ গ্রামে! নতুন জামা-জুতো দূরস্ত মাথার উপরে ছাদটুকুও নেই শতাধিক পরিবারের, ঠাঁই ত্রিপলের ছাউনি
ভুতনিতে পশ্চিম রতনপুরের বাঁধ ভেঙে এলাকায় জল ঢুকে যাওয়ার পর থেকে এনিয়ে তিন শিশু, কিশোরী এবং কিশোরের মৃত্যুর ঘটনা ঘটল। মালদার মানিকচক ব্লকের ভুতনির হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গটলা এলাকার ঘটনা ইতিমধ্যেই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ হুগলিবাসীর জন্য বড় খবর! ‘এই’ এলাকায় তৈরি হচ্ছে প্রথম পরিবেশ বান্ধব বৈদ্যুতিক চুল্লি, ফিরহাদ হাকিমের অনুমোদনে শুরু কাজ
মঙ্গলবারই প্লাবিত ভুতনিতে জলের তোড়ে তলিয়ে গিয়ে বছর ২১-এর এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ওই যুবকের নাম রোজ সেখ। এক বন্ধুর সঙ্গে এদিন সাইকেলে করে বন্যা কবলিত এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময়েই হু হু করে ঢুকতে শুরু করে গঙ্গার জল। তাতেই তলিয়ে যায় রোজ।
advertisement
বুধবার ভুতনির মহেন্দ্র টোলা এলাকায় বন্যার জলে ডুবে ১২ বছরের কিশোরীর মৃত্যু হয়েছে। মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্রীর নাম হেমাঙ্গিনী মণ্ডল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 18, 2025 12:48 PM IST