হুগলিবাসীর জন্য বড় খবর! 'এই' এলাকায় তৈরি হচ্ছে প্রথম পরিবেশ বান্ধব বৈদ্যুতিক চুল্লি, ফিরহাদ হাকিমের অনুমোদনে শুরু কাজ

Last Updated:

Electric Furnace: কোন্নগর পৌরসভার তত্ত্বাবধানে রাজ্য সরকারের ২ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব ইলেকট্রিক চুল্লি। গত বছর কোন্নগর বইমেলায় এসে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলে গিয়েছিলেন। তারপর তিনি এর অনুমোদন দেন।

কোন্নগরে তৈরি হচ্ছে প্রথম পরিবেশ বান্ধব বৈদ্যুতিক চুল্লি
কোন্নগরে তৈরি হচ্ছে প্রথম পরিবেশ বান্ধব বৈদ্যুতিক চুল্লি
কোন্নগর, হুগলি, রাণা কর্মকার: হুগলির কোন্নগরে তৈরি হচ্ছে প্রথম পরিবেশ বান্ধব বৈদ্যুতিক চুল্লি। মানুষের দীর্ঘদিনের দাবি মিটতে চলেছে চুল্লি নির্মাণকে ঘিরে। কোন্নগর পুরসভা এলাকায় গঙ্গার পাড়ে রয়েছে বহু প্রাচীন শ্মশান ঘাট। সেই শ্মশানে এতদিন কাঠ পুড়িয়ে মৃতদেহ সৎকার করা হত। ফলে এলাকায় দূষণ ছডাত। কোন্নগর পৌরসভার তত্ত্বাবধানে রাজ্য সরকারের ২ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব ইলেকট্রিক চুল্লি।
কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস বলেন, দেহ সৎকারের সময় যে দূষিত ধোঁয়া বাইরে সরাসরি গিয়ে বাতাসে মিশ্রিত হত, এই ক্ষেত্রে সেটি হবে না। এই পরিবেশ বান্ধব ইলেকট্রিক চুল্লিতে দেহ সৎকারের সময় যে ধোঁয়া নিষ্কাশন হবে, সেই ধোঁয়াই এবার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পরিশ্রুত করে চুঙ্গির মাধ্যমে উপরে উঠে যাবে। অন্যান্য বৈদ‍্যুতিক চুল্লির ক্ষেত্রে চুঙ্গির যে উচ্চতা থাকে, এক্ষেত্রে চুঙ্গির উচ্চতা অনেক বেশি তৈরি হয়েছে। ফলে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট থেকে বের হওয়া সাদা ধোঁয়া দূষণ মুক্ত হয়ে বাতাসে মিশবে। আগামী বছর চালু হয়ে যাবে এই শ্মশান ঘাটের বৈদ্যুতিক পরিবেশবান্ধব চুল্লি।
advertisement
আরও পড়ুনঃ চেহারায় সাহেবিয়ানা, জন্ম ইংল্যান্ডে, কিন্তু পুজো বাঙালিয়ানায়! ১৫০ বছরের ‘স্টিম সাহেব’এর দীর্ঘায়ু কামনায় কী হচ্ছে জানেন?
আগে এই শ্মশান ঘাটে কাঠের আগুনে শবদাহ করা হত। পরিবেশ দূষণের জন্য তা বন্ধ হয়েছিল। এই পরিবেশ বান্ধব চুল্লি চালু হলে কোন্নগর পুরসভার বিভিন্ন ওয়ার্ড-সহ কানাইপুর, নবগ্রাম গ্রাম পঞ্চায়েত ও ডানকুনি-সহ আশেপাশের এলাকা থেকে শবদেহ সৎকার করার সুবিধা পাবে।
advertisement
advertisement
উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক তথা কোন্নগরের বাসিন্দা প্রবীর ঘোষাল বলেন, এটা অত্যন্ত একটা প্রয়োজনীয় জিনিস। যেটা কোন্নগর পুরসভা করছে। এর জন্য চেয়ারম্যান স্বপন দাস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। মুখ্যমন্ত্রী উন্নয়নের যজ্ঞের মধ্যে রয়েছেন। গত বছর কোন্নগর বইমেলায় এসে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলে গিয়েছিলেন। তারপর তিনি এর অনুমোদন দেন। এটা অত্যন্ত ভাল কাজ হয়েছে সাধারণ মানুষের জন্য। ধোঁয়া থেকে পরিবেশ দূষনের যে বিষয় থাকে সেটা থাকবে না এই আধুনিক চুল্লিতে।
advertisement
আরও পড়ুনঃ অস্বাভাবিকভাবে ফুলে যাচ্ছে পেট, আর তারপরেই সব শেষ! কাঁকসায় গবাদি পশুদের রহস্যমৃত্যুতে আতঙ্ক
কোন্নগরের বাসিন্দা জয়ন্ত চক্রবর্তী বলেন, যারা কাঠে দাহ করতে চায় না তাদের উত্তরপাড়া বা রিষড়া যেতে হত। সেখানে শবদাহ বন্ধ থাকলে সমস্যায় পড়তে হত। কোন্নগরে চুল্লি হলে বহু মানুষের সুবিধা হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হুগলিবাসীর জন্য বড় খবর! 'এই' এলাকায় তৈরি হচ্ছে প্রথম পরিবেশ বান্ধব বৈদ্যুতিক চুল্লি, ফিরহাদ হাকিমের অনুমোদনে শুরু কাজ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement