চেহারায় সাহেবিয়ানা, জন্ম ইংল্যান্ডে, কিন্তু পুজো বাঙালিয়ানায়! ১৫০ বছরের 'স্টিম সাহেব'এর দীর্ঘায়ু কামনায় কী হচ্ছে জানেন?

Last Updated:

Vishwakarma Puja 2025: স্বাধীনতার পর দেশ ছেড়ে চলে যান ইংরেজ সাহেবরা। ফেলে রেখে যায় তাদের স্টিম সাহেবকে। ৬৮ সালে জলপাইগুড়িতে তিস্তা নদীর ভয়াবহ বন্যায় পলির তলায় চাপা পড়ে যায় তিস্তা পাড়ে জুবলী পার্কের পাশে পূর্ত দফতরের অফিসে রাখা স্টিম সাহেব।

বিশ্বকর্মার পুজোয় পুজো পেলেন 'স্টিম সাহেব'
বিশ্বকর্মার পুজোয় পুজো পেলেন 'স্টিম সাহেব'
জলপাইগুড়ি, শান্তনু কর: চেহারায় সাহেবিয়ানা। জন্ম ইংল্যান্ডে। কিন্তু পুজো পান বাঙালিয়ানায়। ইংরেজ সাহেবদের ফেলে যাওয়া স্টিম রোলার। বয়স সার্ধশতবর্ষ (১৫০ বছর) পেরিয়ে গেলেও আদর যত্নে বয়সের দাগ পড়েনি শরীরে। নাম তার ‘স্টিম সাহেব’। যন্ত্রের দেবতা বিশ্বকর্মার পুজোর দিনে জলপাইগুড়ি পূর্ত দফতরে সাড়ম্বরে পুজো পেলেন স্টিম সাহেব। সাহেবের দীর্ঘায়ু কামনায় পুজো দিলেন পূর্ত দফতরের কর্মীরা।
জানা গিয়েছে, স্বাধীনতার বহু বছর আগে ইংল্যান্ডের ইয়র্কশায়ারের জন ফাউলার এন্ড কোম্পানির তৈরি এই রোলারটিকে নিয়ে আসা হয় জলপাইগুড়িতে। অবিকল রেলের ইঞ্জিনের মতো দেখতে। বেলচা দিয়ে কয়লা তুলে জ্বালানি হিসেবে দেওয়া হত তাকে। এবড়োখেবড়ো রাস্তায় হুইসেল বাজিয়ে এগিয়ে যেতো সে। সমান হয়ে যেতো রাস্তা। সেই থেকে তার নাম স্টিম সাহেব।
advertisement
আরও পড়ুনঃ  বিশ্বকর্মা পুজোই ছিল শ্রমিকদের কাছে দুর্গাপুজো, সাহাগঞ্জের সেই ডানলপ কারখানা আজ ‘শ্মশান’! হারিয়ে গিয়েছে উৎসব, আলো, মেলা
স্বাধীনতার পর দেশ ছেড়ে চলে যান ইংরেজ সাহেবরা। ফেলে রেখে যায় তাদের স্টিম সাহেবকে। ৬৮ সালে জলপাইগুড়িতে তিস্তা নদীর ভয়াবহ বন্যায় পলির তলায় চাপা পড়ে যায় তিস্তা পাড়ে জুবলী পার্কের পাশে পূর্ত দফতরের অফিসে রাখা স্টিম সাহেব। পলি সরিয়ে সাহেবকে সংরক্ষণের ব্যবস্থা করেন পূর্ত দফতরের কর্মীরা। প্রতি বছর বিশ্ব কর্মা পুজোর দিন ফুল, মালা, চন্দনে সাজিয়ে পুজো দেওয়া হয়। ভবিষ্যৎ প্রজন্ম যাতে তাকে জানতে ও চিনতে পারেন তার জন্য সারা বছর আদর যত্নে সাজিয়ে রাখা হয় স্টিম সাহেবকে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
চেহারায় সাহেবিয়ানা, জন্ম ইংল্যান্ডে, কিন্তু পুজো বাঙালিয়ানায়! ১৫০ বছরের 'স্টিম সাহেব'এর দীর্ঘায়ু কামনায় কী হচ্ছে জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement