IMD West Bengal Winter Update: হাতে মাত্র...! 'এই' দিন থেকেই হাড়হিম ঠান্ডার দাপট শুরু দক্ষিণবঙ্গে! জানিয়ে দিল হাওয়া অফিস! কত নামবে পারদ?
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
- hyperlocal
Last Updated:
IMD West Bengal Winter Update: হু হু করে প্রত্যেকদিন তাপমাত্রা বেড়েই চলেছে। ফলে কার্যত মন খারাপ বঙ্গবাসীর। যে সামান্য কটা দিন শীত উপভোগ করেন বাংলার মানুষ সে দিনগুলিও চড়ছে পারদ? পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জেরে বাংলার অবস্থা কার্যত জেরবার।
ঠান্ডা উধাও। দক্ষিণবঙ্গ জুড়ে কুয়াশার দাপট থাকলেও নতুন বছরের শুরু থেকেই রীতিমতো ঘামতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে। কিন্তু নতুন বছর আসলেও আবহাওয়ার কোনোরকম পরিবর্তন ঘটেনি সেভাবে। ঠান্ডা ভ্যানিশ। অন্যদিকে হু হু করে প্রত্যেকদিন তাপমাত্রা বেড়েই চলেছে। ফলে কার্যত মন খারাপ বঙ্গবাসীর। যে সামান্য কটা দিন শীত উপভোগ করেন বাংলার মানুষ সে দিনগুলিও চড়ছে পারদ? পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জেরে বাংলার অবস্থা কার্যত জেরবার।
advertisement
এদিকে দফায় দফায় বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়ে চলে আলিপুর আবহাওয়া দফতর। যদিও দক্ষিণবঙ্গের অবস্থা খারাপ হলেও উত্তরবঙ্গে পারদ পতন কিন্তু অব্যাহত রয়েছে। ফলে সেখানে ঘুরতে যাওয়া পর্যটকদের মধ্যে বইছে খুশির হাওয়া। যদিও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, দক্ষিণবঙ্গের আবহাওয়ার কি কোনওরকম পরিবর্তন ঘটবে না?
advertisement
আবহাওয়া কেমন থাকবে সেই নিয়ে বড়সড় আপডেট দিল আলিপুর হাওয়া অফিস। এখন গরম থাকলে আলিপুর আবহাওয়া অফিসের ইঙ্গিত অনুযায়ী, মকর সংক্রান্তির মধ্যেই জাঁকিয়ে ঠান্ডা করার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে জেলায় জেলায়। ফের একবার শহর কলকাতার তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রাজ্য থেকে এখনই বিদায় নিচ্ছে না শীত। কখনও তীব্র শীতের দাপট কখনও হালকা শীতের আমেজ। উত্তর থেকে দক্ষিণ আপাতত সর্বত্র বহাল থাকছে শীত। ঠাণ্ডার আমেজ যথেষ্টই উপভোগ করা যাচ্ছে দক্ষিণের অন্যান্য জেলার পাশাপাশি জেলা পুরুলিয়াতেও। চলতি সপ্তাহ থেকে শীতের দাপট আরও খানিকটা বাড়তে চলেছে বলে পূর্বাভাস মিলেছে।শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়