East Bardhaman News: শিক্ষিকার অভিনব অভিযান, ২৭ দিনে ঘুরে ফেললেন দেশের ১৭ রাজ্য!

Last Updated : দক্ষিণবঙ্গ
শিক্ষিকার অভিনব অভিযান, স্কুটিতে করেই ১৭ রাজ্য পাড়ি। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের রাজারপুর গ্রামের শিক্ষিকা সুতপা দাস যেন আজ নারী শক্তির এক অনন্য দৃষ্টান্ত। ২৭ দিনে একাই স্কুটি চেপে ঘুরে ফেলেছেন দেশের ১৭টি রাজ্য! পাড়ি দিয়েছেন প্রায় ৬,৪৪১ কিলোমিটার। তবে এই সফরের উদ্দেশ্য শুধু ভ্রমণ নয়, দেশের মানুষকে তিনি দিয়েছেন এক গভীর বার্তা “হিংসা নয়, সৌভ্রাতৃত্ব থাকুক সকলের মনে।” নিজের প্রিয় স্কুটিকেই সঙ্গী করে সুতপা দাস যাত্রা শুরু করেছিলেন ভারতের ‘সোনালী চতুর্ভুজ রোড’এ যা যুক্ত করেছে দেশের চার কোণ।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: শিক্ষিকার অভিনব অভিযান, ২৭ দিনে ঘুরে ফেললেন দেশের ১৭ রাজ্য!
advertisement
advertisement