Dilip Ghosh: মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই 'ময়দানে' তিনি! আজই গঙ্গাসাগর যাচ্ছেন দিলীপ ঘোষ! রইল সফরসূচি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Dilip Ghosh: বিকেল চারটে নাগাদ গঙ্গাসাগর মেলায় পৌঁছবেন দিলীপ ঘোষ। রাতে গঙ্গাসাগরেই থাকবেন দিলীপ ঘোষ।
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগর সফরের মাঝেই গঙ্গাসাগর যাওয়ার সূচি চূড়ান্ত করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। আর কিছুক্ষণেই গঙ্গাসাগর উদ্দেশ্যে রওনা হচ্ছেন দিলীপ। করবেন রাত্রিবাসও। ইতিমধ্যেই প্রকাশ করেছেন সফরসূচি।
সাড়ে বারোটায় গঙ্গাসাগরের উদ্দেশ্যে নামখানা নারায়ণপুর ফেরিঘাট থেকে যাত্রা শুরু করবেন বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ। দুপুর দেড়টা নাগাদ সাগর বেণুবন ফেরিঘাটে পৌঁছবেন তিনি। দুপুর আড়াইটে নাগাদ স্বচ্ছ ভারত সেবাদল ক্যাম্প উদ্বোধন করবেন। দুপুর তিনটে ১৫ নাগাদ বহুমুখী গ্রাম উন্নয়ন সমিতির ক্যাম্প পরিদর্শন করবেন তিনি।বিকেল চারটে নাগাদ গঙ্গাসাগর মেলায় পৌঁছবেন দিলীপ ঘোষ। রাতে গঙ্গাসাগরেই থাকবেন দিলীপ ঘোষ।
advertisement
advertisement
গতকালই গঙ্গাসাগর পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগর হেলিপ্যাড থেকেই একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ঝাঁঝালো বক্তৃতায় কটাক্ষ হানেন কেন্দ্রের বিজেপি সরকারের দিকেও। কুম্ভমেলার সঙ্গে গঙ্গাসাগর মেলার তুলনা টেনে বঞ্চনার ‘বড়’ অভিযোগ আনেন মুখ্যমন্ত্রী। আজও সেখানেই আছেন মমতা। এরইমধ্যে আজ দিলীপ ঘোষের রাতারাতি গঙ্গাসাগর সফরের ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 09, 2024 12:01 PM IST