ছিপছিপে চেহারা, পরনে ময়লা পোশাক, পেশায় দিনমজুর আদিবাসী বৃদ্ধের ভুবন ভোলানো প্রতিভা, নিজের কানেই শুনুন

Last Updated : দক্ষিণবঙ্গ
সামান্য ছিপছিপে চেহারা। প্রত্যন্ত গ্রামের সাদামাঠা মানুষ। তবে তার স্বপ্ন বাঁশি, তার বাস্তবও বাঁশি। কোমরে সর্বক্ষণ গোঁজা থাকে বাঁশি। পেটের দায়ে দিনমজুরের কাজ করলেও এই বাঁশি যেন তার অন্তরের আত্মা। প্রত্যন্ত গ্রামের খামখেয়ালী এক আদিবাসী বৃদ্ধ মানুষ। বয়স তার ৬০ পেরিয়েছে অনেক আগেই। আপন খেয়ালে চলে তার দিন। পেটে সারাদিন দু’মুঠো অন্ন না পড়লেও বাঁশি বাজাতে ভোলেন না তিনি। একসময় আদিবাসী যাত্রা অনুষ্ঠান, বিভিন্ন পরবে সুর তুলেছেন তিনি। বিভিন্ন প্রতিষ্ঠিত বংশীবাদকের কাছে বসে শিখেছেন বাঁশি বাজানো। এরপর নিজের ইচ্ছেতেই সম্পূর্ণ শেখা।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
ছিপছিপে চেহারা, পরনে ময়লা পোশাক, পেশায় দিনমজুর আদিবাসী বৃদ্ধের ভুবন ভোলানো প্রতিভা, নিজের কানেই শুনুন
advertisement
advertisement