Lung Cancer: প্রাণঘাতী ফুসফুসের ক্যানসারের প্রাথমিক উপসর্গ ফুটে ওঠে আঙুলে-নখে, আঙুলের কোন লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ফুসফুসের ক্যানসারের অন্যতম প্রাথমিক উপসর্গ হল ফিঙ্গার ক্লাবিং বা ডিজিটাল ক্লাবিং। এক্ষেত্রে আঙুলের ডগা ফুলে যায় এবং নখের আকৃতিতে বিশেষ পরিবর্তন দেখা যায়। এই পরিস্থিতি একদিনে হয় না! ধীরে ধীরে হয়। কাজেই, প্রাথমিক পর্যায়ে তা বোঝা কঠিন
ফুসফুসের ক্যানসারের মতো ভয়ঙ্কর অসুখ খুব কমই আছে! সবথেকে বড় ভয়ের বিষয় হল, ফুসফুসের ক্যানসারের প্রাথমিক উপসর্গগুলো মানুষ সহজে বুঝতেই পারে না! ফলে এড়িয়ে যায়! যখন রোগের বিষয়টি স্পষ্ট হয়, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। কাজেই শুরুতেই সচেতন হন! গবেষণায় দেখা গিয়েছে, আপনার হাতের আঙুলেই ফুটে ওঠে ফুসফুসের ক্যানসারের প্রাথমিক উপসর্গ--
advertisement
advertisement
ফিঙ্গার ক্লাবিং-এর সাধারণ লক্ষণগুলি হল--আঙুলের ডগা ফুলে যাওয়া বা মোটা হয়ে যাওয়া,নখের নীচের অংশ নরম হয়ে যাওয়া, এরফলে নখ আলগা হয়ে যায়।আঙুলের চারপাশ দিয়ে নখের ডগা নীচের দিকে বেঁকে যাওয়া,নখের গোড়া (কিউটিকল) থেকে হঠাৎ তীক্ষ্ণ কোণে নখ উপরের দিকে উঠতে থাকা। আঙুলে ফুসফুসের ক্যানসারের আর কোন কোন লক্ষণ ফুটে ওঠে?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
