বুধবার দুপুরে গোপন সূত্রের খবর পেয়ে ইসমাইলচক এলাকায় একটি কাপড়ের দোকানে হানা দেয় ইসলামপুর থানার পুলিশ। দোকানের ভিতরে চলে পুলিশি তল্লাশি। তল্লাশি চলাকালীন ৩৬৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস-সহ টাউনবাবু সুদীপ মালাকার। এছাড়াও আসেন ইসলামপুর মহকুমা শাসকের ম্যাজিস্ট্রেট।
আরও পড়ুনঃ রাত বাড়তেই নিত্য নতুন ছেলে-মেয়েদের আনাগোনা! পাড়ার মধ্যে গোপনে মধুচক্রের আসর! হানা দিতে সেই দৃশ্য
advertisement
কাপড়ের দোকানের আড়ালে ব্রাউন সুগারের ব্যবসা খবর এলাকায় চাওড় হতেই দোকানের সামনে ক্রমেই ভিড় জমতে শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহম্মদ আলম কাপড়ের দোকানে ব্রাউন সুগারের কারবারি করতেন। ধৃতের বাড়ি মালদহ জেলায়। ইসমাইলচকে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Uttar Dinajpur,West Bengal
First Published :
September 24, 2025 7:17 PM IST
