তারপর গাড়িতেতল্লাশি চালানোর পর ৩০ টি মোষ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে ইসলামপুর থানাযর পুলিশ । যদিও ধৃত দের নাম জানা যায়নি।ধৃত দুই ব্যক্তিকে ১৪ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ।মোষগুলোকে ইসলামপুর পশু খোঁয়াড়ে পাঠানো হয়েছে।
আরও পড়ুন - রাজভবনে পালিত হবে ‘বাংলার নববর্ষ’, সেদিন থেকেই সাধারণের জন্য উন্মুক্ত হবে রাজভবন
advertisement
আরও পড়ুন - শুষ্ক গরম, কলকাতায় লাফিয়ে বাড়বে তাপমাত্রা, শহর পুড়ছে ৩৮ ডিগ্রিতে, বাঁকুড়ায় প্রায় ৪০
এই ব্যাপারে পশু খোঁয়াড়ের সুপারভাইজার মোহাম্মদ আলম জানায় ইসলামপুর থানার পুলিশ এই মোষগুলোকে খোঁয়াড়ে জমা রেখেছে। সর্বমোট ৩০ টি মোষ উদ্ধার হয়েছে।
উল্লেখ্য গরু, মোষ ও উট পাচারের ট্রানজিট পয়েন্ট এখন ইসলামপুর। এমনই অভিযোগ।একদিকে নেপাল, অন্যদিকে বাংলাদেশ। আবার এক পাশে বিহার। বেআইনি পাচার কাণ্ডে প্রায় দিনই শিরনামে উঠে আসে ইসলামপুর এর নাম।
পিয়া গুপ্তা