West Bengal Governor: রাজভবনে পালিত হবে ‘বাংলার নববর্ষ’, সেদিন থেকেই সাধারণের জন্য উন্মুক্ত হবে রাজভবন
- Published by:Uddalak B
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
West Bengal Governor: ঐ দিন বাংলার সংস্কৃতিকে তুলে আনা হবে রাজভবনে।
কলকাতা: এ বার রাজভবনে পালিত হবে "বাংলার নববর্ষ" উৎসব। বাংলার নববর্ষ পালনের জন্য ইতিমধ্যেই দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেই রাজভবন সূত্রে খবর। নববর্ষ পালন অনুষ্ঠানে থাকতে পারেন মুখ্যমন্ত্রীও।
ঐ দিন বাংলার সংস্কৃতিকে তুলে আনা হবে রাজভবনে। বাংলা ভাষার উপর আলোচনা হবে রাজভবন এ। পয়লা বৈশাখ বিকেলেই রাজভবনেই হবে এই অনুষ্ঠান। সম্প্রতি বাংলা ভাষা শেখার জন্য হাতে খড়ি করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সরস্বতী পুজোর দিন। আর এ বার রাজভবনে "বাংলার নববর্ষ" পালিত হতে চলেছে। আমন্ত্রিত অতিথিদের তালিকা ইতিমধ্যেই প্রস্তুত করতে শুরু করছে রাজভবন বলেই সূত্রের খবর।
advertisement
advertisement
পয়লা বৈশাখ থেকেই জন সাধারণের জন্য খুলে দেওয়া হবে রাজভবন। মূলত "হেরিটেজ ওয়াক" নাম দেওয়া হয়েছে সেই অনুষ্ঠানের। রাজভবনের ভিতরে বিভিন্ন দুর্লভ জিনিস দেখতে পাবেন সাধারণ মানুষ৷ তবে কী কী দেখানো হবে সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সম্প্রতি রাষ্ট্রপতি, রাজ্যপালের উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর হাতে রাজভবন-এর চাবি তুলে দেন৷ তারপর এদিন রাজ্যপাল জানান ১ বৈশাখ থেকে খুলে দেওয়া হবে রাজভবন হেরিটেজ ওয়াক-এর জন্য৷
advertisement
এর আগে, সোমবার সারাদিন ধরে খবরের শিরোনামে ছিলেন রাজ্যপাল৷ তিনি সোমবার সকালে তিনি হঠাৎই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো অনুসন্ধান করতে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে হাজির হন৷ তখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা রেজিস্ট্রার কেউ ছিলেন না৷ পরে ফের একবার ক্যাম্পাসে আসেন তিনি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 11, 2023 4:39 PM IST