মঙ্গলবার সল্টলেকে তাপমাত্রা ৩৮.২ ডিগ্রি, দমদমে ৩৮.৮, শ্রীনিকেতনে ৩৯, বাঁকু়়ডায় ৩৯.২, ক্যানিংয়ে ৩৮.৪, দীঘা ৩৬ ও আসানসোলে ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস৷ তাপমাত্রা বেড়ে দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ২০.৬ ডিগ্রি সেলসিয়াস৷ এসবই মঙ্গলবার বেলা আড়াইটে পর্যন্ত৷