নেতাজির অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে তিনি একদা আজাদ হিন্দ বাহিনী গঠনে নেতাজির পাশে ছিলেন। নেতাজি না থাকলেও যদিও নেতাজিকে সামনে থেকে চাক্ষুষ করা সেই নিত্যানন্দবাবু এখনও বেঁচে রয়েছেন । সেই দিনের উচ্ছল জীবন আজ যদিও বয়সের ভারে ক্লান্ত। নেই থাকার মতো একটি ভাল ঘর।নানা প্রতিকূলতার মধ্যে জরাজীর্ণ ভাঙা একটি টিনের চালায় মাথা গুঁজে কোনও মতে বেচেঁ আছেন নিত্যানন্দ বাবু।
advertisement
আরও পড়ুন- ছিঃ ছিঃ! প্রকাশ্যে ফেসবুকে ‘পর্ন’ ভিডিও পোস্ট, নোবেলের কীর্তি ভাইরাল হতেই তোলপাড় নেটদুনিয়া
আরও পড়ুন-ভয়াবহ বৃষ্টিতে নষ্ট কোটি টাকার গাড়ি, বিরাট ‘সর্বনাশ’ হল সানি লিওনের! কান্নায় ভেঙে পড়লেন নায়িকা
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পীরপুকুর পাড়ায় বাসিন্দা নিত্যানন্দ অধিকারী। দেশ ভাগের আগে তাঁর বসতি ছিল বাংলাদেশের যশোর জেলার কালিয়া উপজেলায়। ভারতের স্বাধীনতা যুদ্ধ সহ কয়েকটি যুদ্ধের সাক্ষী যেমন ছিলেন তিনি তেমনি তার পাশাপাশি পরোক্ষভাবে নিত্যানন্দ বাবু স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে বিভিন্নভাবে সহযোগিতা করে গিয়েছিলেন সেই সময়। নিত্যানন্দ বাবু জানান, সেই সময় বাংলাদেশের কালিয়া উপজেলায় নেতাজির একটি মিটিংয়ে তিনি শামিল হয়েছিলেন। ‘দেশ স্বাধীন করতে হবে’ ইংরেজ হাটাও ঠিক একথাটাই সেই সময় নেতাজি তাদের সকলকে বলেছিলেন।
পিয়া গুপ্তা





