জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ১ নম্বর ব্লকের উত্তর গোয়ালিন থেকে তিনগাঁও পযন্ত প্রায় ৮০০ মিটার রাস্তা। গ্রামের একটি মাত্র মূল রাস্তা। তবে সেই রাস্তাই কাঁচা এবং খানাখন্দে ভরা। বর্ষার সময় সেই রাস্তার উপর দিয়ে চলাচল করতে চরম ভোগান্তি শিকার হতে হত গ্রামবাসীদের। তবে এবার সেই দুর্দশা ঘুচতে চলেছে।
আরও পড়ুনঃ জীবিত মাকে মৃত বানিয়ে ব্যাঙ্কের মোটা টাকা হাতিয়ে নিল গুণধর ছেলে! সন্তানের কুকীর্তিতে হতবাক হাওড়া
advertisement
শুক্রবার BCW দফতর থেকে প্রায় ২৪ লক্ষ টাকা বরাদ্দে নতুন পাকা রাস্তার শিল্যানাস করলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। পাকা রাস্তার শিল্যানাস হওয়ায় খুশি গ্রামের বাসিন্দারা। মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন গ্রামের বাসিন্দারা।
গ্রামবাসীদের দাবি, স্বাধীনতার পর থেকে গ্রামে কোনও পাকা রাস্তা হয়নি। গ্রামবাসীরা রাস্তার এই সমস্যার কথা মন্ত্রীর নজরে নিয়ে আসে। এরপরেই উদ্যোগী হন মন্ত্রী গোলাম রব্বানী। শুক্রবার গ্রামের পাকা রাস্তার শিল্যানাস করলেন তিনি। শিল্যানাস হওয়ায় খুশি গ্রামবাসীরা। স্বাধীনতার পর গ্রামের প্রথম পাকা রাস্তা হওয়ায় আনন্দে উচ্ছ্বসিত সকলে।
