North Dinajpur News: বাঁশবোঝাই লরিতে আগুন, নেভাতে গিয়ে বাড়ল লেলিহান শিখার দাপট! জাতীয় সড়কে তীব্র চাঞ্চল্য

Last Updated:

North Dinajpur News: গোয়ালপোখরের লাড়ুখোয়া এলাকায় ২৭ জাতীয় সড়কের ওপর বাঁশ বোঝায় লরিতে অগ্নিকাণ্ড। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

আগুন
আগুন
গোয়ালপোখর, উত্তর দিনাজপুর, চঞ্চল মোদক: মঙ্গলবার সন্ধ্যায় গোয়ালপোখর থানার লাড়ুখোয়া এলাকায় ২৭ জাতীয় সড়কের ওপর বাঁশ বোঝায় লরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গিয়েছে, ইসলামপুরের দিক থেকে কিশানগঞ্জের দিকে যাওয়ার সময় হঠাৎ করে ইঞ্জিনে আগুন লেগে যায়।‌ আগুন নেভানোর চেষ্টা করলে মুহূর্তের মধ্যে আগুন তীব্র আকার নেয়।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্টসার্কিটের কারণে ওই বাঁশ বোঝাই লরিতে আগুন লেগেছিল। বাঁশের মতো দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন আরও ভয়ঙ্কর আকার নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ‌ ও ইসলামপুর দমকল বাহিনী।‌ দমকলের একটি‌ ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বেশ কিছুক্ষণের চেষ্টায়।
advertisement
advertisement
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়। অন্যরাও আগুনের তীব্রতা দেখে আতঙ্কিত হয়ে পড়েন। অগ্নিকাণ্ডের জেরে জাতীয় সড়কেও যানজটের সৃষ্টি হয়। পুলিশ কর্মীরা পরে যান চলাচল স্বাভাবিক করেন। আগুন আরও ছড়িয়ে পড়লে বড় আকার নিতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
advertisement
তবে আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যানি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শী ও অন্যরা আগুন নেভানোর চেষ্টা করলেও, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বরং আগুন আরও বড় আকার নিয়েছিল। পরে দমকেলর ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষয় হয়েছে। আগ্নিকাণ্ডের জেরে লরিটি পুড়ে ছাই হয়ে গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: বাঁশবোঝাই লরিতে আগুন, নেভাতে গিয়ে বাড়ল লেলিহান শিখার দাপট! জাতীয় সড়কে তীব্র চাঞ্চল্য
Next Article
advertisement
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা...', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তীব্র কটাক্ষ মমতার
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তোপ মমতার
  • সংসদে 'বন্দে মাতরম' বিতর্কে প্রধানমন্ত্রী মোদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা' বলে সম্বোধন করেন. তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদ জানায়. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে কটাক্ষ করে বলেন, "বঙ্কিমচন্দ্রকে যথাযথ সম্মান দেননি."

VIEW MORE
advertisement
advertisement