South 24 Parganas News: স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তা হচ্ছে সুন্দরবনের গ্রামে, মহিলাদের শঙ্খধ্বনিতে শুরু হল কাজ! উচ্ছ্বাসে ফেটে পড়লেন স্থানীয়রা
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
South 24 Parganas News: এই প্রথম পাকা রাস্তার স্বাদ পেল সুন্দরবনের গোপালগঞ্জবাসী। শঙ্খ বাজিয়ে মঙ্গল ফিতে কেটে রাস্তার উদ্বোধন করলেন স্থানীয়রা।
দক্ষিণ ২৪ পরগণা, কুলতলি, সুমন সাহা: এই প্রথম পাকা রাস্তার স্বাদ পেল সুন্দরবনের গোপালগঞ্জবাসী। সর্বপ্রথম সুন্দরবন দফতরের উদ্যোগে কুলতলী বিধানসভার বিধায়কের ব্যবস্থাপনায় পাকা রাস্তা নির্মাণ হয়েছে। তাই এলাকাবাসী শঙ্খ বাজিয়ে মঙ্গল ফিতে কেটে রাস্তার উদ্বোধন করেন। যা নজিরবিহীন ঘটনা বলেই মনে করছেন অনেকে।
রাস্তার দাবি নিয়ে বাসিন্দারা আগে জেলা প্রশাসনের কাছে একাধিকবার স্মারকলিপি জমা দিয়েছেন। এই এলাকার বাসিন্দাদের অনেকে প্ল্যাকার্ড নিয়ে ধর্ণা দিয়েছেন। তাই রাস্তা পাকা হওয়ার খবর শুনে খুশি গ্রামের মহিলা-পুরুষ সকলেই। স্বাধীনতার পর এই প্রথম গ্রামের কাঁচা রাস্তা পাকা হবে। তাই আনন্দিত এলাকার সব মানুষ।
আরও পড়ুন: অবসরপ্রাপ্ত সেনা কর্মী আজ শাক বেচেন, সকাল হলেই বেরিয়ে পড়েন সাইকেল নিয়ে! মাসে পান মোটা পেনশনও
advertisement
advertisement
এই উদ্যোগের ফলে এলাকার সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে। এতদিন স্কুল-কলেজে থেকে শুরু করে হাসপাতাল, রাস্তার কারণে স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হত। অসুস্থ রোগীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকে আরও গুরুতর অসুস্থ হয়ে পড়তেন বলে অভিযোগ। পাকা রাস্তা হয়ে গেলে, সেইসব সমস্যা দূর হবে বলেই আশাবাদী স্থানীয়রা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কুলতলির গোপালগঞ্জ এলাকার এই রাস্তার জন্য এলাকায় দীর্ঘদিন সমস্যা ছিল। একাধিক রাজনৈতিক দল এখানে ক্ষমতায় টিকে থাকলেও এই রাস্তাটির এতদিন কোনও বদল হয়নি। শুধু নতুন রাস্তার অপেক্ষায় বসে থেকেছেন স্থানীয়রা। কিন্তু অবশেষে সেই কাঁচা রাস্তার হাল ফিরতে চলেছে। কষ্ট কাটিয়ে এবার পাকা রাস্তা ব্যবহার করবেন এলাকার মানুষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
December 09, 2025 8:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তা হচ্ছে সুন্দরবনের গ্রামে, মহিলাদের শঙ্খধ্বনিতে শুরু হল কাজ! উচ্ছ্বাসে ফেটে পড়লেন স্থানীয়রা









