North Dinajpur News: দুই শতক জমি নিয়ে ২ পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিবাদ! শেষমেশ রক্তারক্তি কাণ্ড ইসলামপুরে, চলল ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপ

Last Updated:

North Dinajpur News: ইসলামপুরে জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে অশান্তি, হাতাহাতি। ধারালো অস্ত্রের কোপে আহত এক মহিলা-সহ তিনজন।

ইসলামপুর মহকুমা হাসপাতাল
ইসলামপুর মহকুমা হাসপাতাল
ইসলামপুর, উত্তর দিনাজপুর, চঞ্চল মোদক: জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে অশান্তি, হাতাহাতি। ধারালো অস্ত্রের কোপে আহত এক মহিলা-সহ তিনজন। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার আগডিমঠি খুন্তি গ্রাম পঞ্চায়েতের ডিমঠি বাজারে। এই ঘটনার জেরে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, খইবুল আলমের পরিবারের সঙ্গে মহম্মদ বাপ্পার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে দুই শতক জমি নিয়ে বিবাদ চলছিল। এর আগেও একাধিকবার ওই জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। বিষয়টি মিটমাট করে নেওয়ার কথা চলছিল। কিন্তু আচমকাই অশান্তি বেড়ে যায়। যার ফলে একেবারে রক্তারক্তি কাণ্ড ঘটে গেল।
আরও পড়ুনঃ দোকানে-বাজারে খুব সাবধান! বাড়ছে জাল নোটের হাতবদল! পুলিশের গোপন অভিযানে জাল ৫০০ টাকার নোট-সহ গ্রেফতার ১
অভিযোগ, মহম্মদ বাপ্পার পরিবারের লোকজন ওই জমিতে কাজ করতে গেলে খইবুল আলমের পরিবারের লোকজন বাধা দেয়। শুরু হয় বাগবিতণ্ডা। ক্রমেই তা হাতাহাতিতে পৌঁছয়। চলে ধারালো অস্ত্র দিয়ে হামলা। এই ঘটনায় এক মহিলা-সহ মোট তিনজন জখম হন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ তিস্তাপাড়ে অজগরের রহস্যমৃত্যু! ৯ ফুট পাইথনের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, ময়নাতদন্তের দাবি এলাকাবাসীর
এরপর পরিবারের সদস্যরা জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এই‌ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।‌ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পাটাগোরা ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: দুই শতক জমি নিয়ে ২ পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিবাদ! শেষমেশ রক্তারক্তি কাণ্ড ইসলামপুরে, চলল ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপ
Next Article
advertisement
Indigo Update: ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
  • অবশেষে ইন্ডিগো-র পরিষেবায় উন্নতি৷

  • ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু৷

  • শনিবারও সংস্থার ৮৫০ উড়ান বাতিল৷

VIEW MORE
advertisement
advertisement