Python Body Recover: তিস্তাপাড়ে অজগরের রহস্যমৃত্যু! ৯ ফুট পাইথনের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, ময়নাতদন্তের দাবি এলাকাবাসীর
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri Python Body Recover: সাতসকালে তিস্তা সেতু সংলগ্ন সড়কের পাশ থেকে নিথর অজগরের দেহ উদ্ধার। প্রায় ৯ ফুট লম্বা এই অজগরটিকে উদ্ধার করে গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক অঙ্কুর দাস ও তাঁর দলের সদস্যরা।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: সাতসকালে তিস্তা সেতু সংলগ্ন সড়কের পাশে পড়ে আছে ওটা কী? কাছে গিয়ে বোঝা গেল এ তো নিথর দেহ। নিথর অবস্থায় পড়ে থাকা একটি বিশাল অজগরকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। প্রায় ৯ ফুট লম্বা এই অজগরটিকে উদ্ধার করে গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক অঙ্কুর দাস ও তাঁর দলের সদস্যরা।
দীর্ঘদিন ধরেই স্থানীয়রা জানাচ্ছিলেন, সংলগ্ন জলাশয় পেরিয়ে ওই অজগরটি প্রায়শই সড়কে উঠে আসছিল। গত তিন-চার দিন ধরে সাপটিকে খোঁজাখুঁজি চললেও জীবিত অবস্থায় তাকে আর উদ্ধার করা যায়নি। শেষ পর্যন্ত মিলল তার নিথর দেহ।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে আলু ক্ষেতে পিলে চমকে ওঠা দৃশ্য! শুয়ে মস্ত অজগর, বানারহাটের গ্রাম থেকে উদ্ধার ৯ ফুটের পাইথন
স্থানীয়দের দাবি, কয়েকদিন ধরেই অজগরটি অসুস্থ বা আঘাতপ্রাপ্ত ছিল বলে মনে হচ্ছিল। অনেকেই দূর থেকে নজরে রাখছিলেন, যাতে কোনও দুর্ঘটনা না ঘটে। কিন্তু সেই প্রচেষ্টার মধ্যেই কীভাবে মৃত্যু হল, তা নিয়ে উঠেছে বিভিন্ন প্রশ্ন। কেউ বলছেন সড়কে ওঠার সময় গাড়ির ধাক্কা লেগে থাকতে পারে, আবার কারও ধারণা, অজগরটি অন্য কোনও কারণেও মারা যেতে পারে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ চিলাপাতা জঙ্গলের রাস্তায় আতঙ্ক! এই বুঝি বেরিয়ে এল…! স্কুলে যেতে ভয় পড়ুয়াদের, দলবেঁধে যাতায়াত
অঙ্কুর দাস জানান, “আমরা খবর পেয়েই ছুটে যাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সাপটিকে আর বাঁচানো গেল না। তবে মৃত্যুর কারণ স্পষ্ট নয়।” পরিবেশপ্রেমী ও এলাকাবাসীরা বন দফতরের কাছে দাবি জানিয়েছেন, অজগরটির মৃত্যুর কারণ খতিয়ে দেখতে যেন সঠিকভাবে ময়নাতদন্ত করা হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পাশাপাশি তারা জানতে চাইছেন, এটি কি সেই একই অজগর, যার উপস্থিতি বিগত সপ্তাহগুলোতে টের পাচ্ছিল এলাকাবাসী? বন দফতরের কাছে তাদের আরও আবেদন, ওই এলাকার জলাশয় ও সড়কপথে নজরদারি বাড়ানো হোক। কারণ, তিস্তা সেতুর আশপাশে বিভিন্ন বন্যপ্রাণীর চলাচল রয়েছে। সঠিক পদক্ষেপ না নিলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
December 05, 2025 4:20 PM IST

