Python Rescue: রাতের অন্ধকারে আলু ক্ষেতে পিলে চমকে ওঠা দৃশ্য! শুয়ে মস্ত অজগর, বানারহাটের গ্রাম থেকে উদ্ধার ৯ ফুটের পাইথন

Last Updated:

Jalpaiguri Python Rescue: খাবারের খোঁজে গ্রামে ঢুকে পড়ল মস্ত অজগর। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের চানাডিপা এলাকা থেকে ৯ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

অজগর সাপ
অজগর সাপ
বানারহাট, জলপাইগুড়ি, রকি চৌধূরী: খাদ্যের সন্ধানে হামেশাই লোকালয়ে ঢুকে পড়ে বন্য জীবজন্তু। এবার খাবারের খোঁজে গ্রামে ঢুকে পড়ল মস্ত অজগর। লোকালয় থেকে প্রায় ৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার হল।
জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের চানাডিপা এলাকায় ৯ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতেই এলাকার বাসিন্দারা আলুর ক্ষেতে বিশাল ওই অজগরটি দেখতে পান। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই খবর চাওর হতেই সাপ দেখার জন্য কৌতুহলি মানুষজনের ভিড় জমতে শুরু করে এলাকায়।
advertisement
advertisement
উদ্ধার হওয়া অজগর সাপ
উদ্ধার হওয়া অজগর সাপ
পরিস্থিতি বুঝে এলাকার কয়েকজন সাহসী যুবক সাপটিকে উদ্ধার করতে তৎপর হয়। খবর দেওয়া হয় খট্টিমারি বিটের বনকর্মীদের। খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় অজগরটিকে উদ্ধার করেন।
advertisement
আরও পড়ুনঃ টোটোকে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনার কবলে পুলকার! আহত স্কুল পড়ুয়া, প্রশ্নের মুখে চালক
স্থানীয় বাসিন্দাদের অনুমান, খাবারের সন্ধানেই পাশের খট্টিমারি জঙ্গল থেকে সাপটি বেরুবাক নদী হয়ে এসে লোকালয়ে ঢুকে পড়ে। এর আগেও এই এলাকা থেকে একাধিকবার অজগর উদ্ধার হওয়ার ঘটনা ঘটেছে। আর যার ফলে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।
advertisement
বন দফতর সূত্রে জানানো হয়েছে, অজগর সাপটিকে উদ্ধার করা হয়েছে। পর্যবেক্ষণের পর নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Python Rescue: রাতের অন্ধকারে আলু ক্ষেতে পিলে চমকে ওঠা দৃশ্য! শুয়ে মস্ত অজগর, বানারহাটের গ্রাম থেকে উদ্ধার ৯ ফুটের পাইথন
Next Article
advertisement
Burdwan Marriage: একদিনে একশো পঁচিশ বিয়ের নিমন্ত্রণ! সাজ সাজ রব বর্ধমানে
একদিনে একশো পঁচিশ বিয়ের নিমন্ত্রণ! সাজ সাজ রব বর্ধমানে
  • শুক্রবার বর্ধমানের কঙ্কালেশ্বরী মন্দির চত্বরে বসছে গণবিবাহের আসর। সেখানেই এই একশো পঁচিশ জোড়া পাত্র পাত্রীর বিয়ে অনুষ্ঠিত হবে।

VIEW MORE
advertisement
advertisement