North Dinajpur News: মন্ত্রীকে জানাতেই মুশকিল আসান! স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তা পেল উত্তর দিনাজপুরের গ্রাম, আহ্লাদে আটখানা বাসিন্দারা
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
North Dinajpur News: গ্রামবাসীদের দাবি, স্বাধীনতার পর থেকে গ্রামে কোনও পাকা রাস্তা হয়নি। গ্রামবাসীরা রাস্তার এই সমস্যার কথা মন্ত্রীর নজরে নিয়ে আসে। এরপরেই উদ্যোগী হন মন্ত্রী গোলাম রব্বানী।
গোয়ালপোখর, উত্তর দিনাজপুর, চঞ্চল মোদকঃ দেশ স্বাধীন হওয়ার পর কেটে গিয়েছে বেশ অনেকগুলি বছর। তবে এতদিন অবধি গ্রামে কোনও পাকা রাস্তা ছিল না। তবে এবার গ্রামবাসীদের সেই স্বপ্ন পূরণ হল। স্বাধীনতার পর গ্রামে এই প্রথম পাকা রাস্তা হওয়ায় গ্রাম জুড়ে খুশির হাওয়া।
জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ১ নম্বর ব্লকের উত্তর গোয়ালিন থেকে তিনগাঁও পযন্ত প্রায় ৮০০ মিটার রাস্তা। গ্রামের একটি মাত্র মূল রাস্তা। তবে সেই রাস্তাই কাঁচা এবং খানাখন্দে ভরা। বর্ষার সময় সেই রাস্তার উপর দিয়ে চলাচল করতে চরম ভোগান্তি শিকার হতে হত গ্রামবাসীদের। তবে এবার সেই দুর্দশা ঘুচতে চলেছে।
আরও পড়ুনঃ জীবিত মাকে মৃত বানিয়ে ব্যাঙ্কের মোটা টাকা হাতিয়ে নিল গুণধর ছেলে! সন্তানের কুকীর্তিতে হতবাক হাওড়া
শুক্রবার BCW দফতর থেকে প্রায় ২৪ লক্ষ টাকা বরাদ্দে নতুন পাকা রাস্তার শিল্যানাস করলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। পাকা রাস্তার শিল্যানাস হওয়ায় খুশি গ্রামের বাসিন্দারা। মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন গ্রামের বাসিন্দারা।
advertisement
advertisement
গ্রামবাসীদের দাবি, স্বাধীনতার পর থেকে গ্রামে কোনও পাকা রাস্তা হয়নি। গ্রামবাসীরা রাস্তার এই সমস্যার কথা মন্ত্রীর নজরে নিয়ে আসে। এরপরেই উদ্যোগী হন মন্ত্রী গোলাম রব্বানী। শুক্রবার গ্রামের পাকা রাস্তার শিল্যানাস করলেন তিনি। শিল্যানাস হওয়ায় খুশি গ্রামবাসীরা। স্বাধীনতার পর গ্রামের প্রথম পাকা রাস্তা হওয়ায় আনন্দে উচ্ছ্বসিত সকলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Uttar Dinajpur,West Bengal
First Published :
December 13, 2025 12:15 PM IST










