আরও পড়ুন: বুধে চেক দেবেন মুখ্যমন্ত্রী, ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবার মঙ্গলবারই কলকাতায়
উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কমলাবাড়ি পঞ্চায়েতের কর্ণজোড়ায় রাজ্য সড়কের ধারে অবস্থিত কুলিক দুগ্ধ প্রকল্প। এক সময় এখানে দুই দিনাজপুর থেকে প্রচুর পরিমাণে দুধ আমদানি হতো। কিন্তু আচমকাই দু’বছর আগে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। এরপরই তীব্র সঙ্কটে পড়েছেন এই প্রকল্পের সঙ্গে যুক্ত মানুষরা। বাধ্য হয়ে তাঁরা এখন অন্য পেশা বেছে নিচ্ছেন। কিন্তু গোটা জীবন এই ডেয়ারিতে কাজ করার পর এখন অন্য পেশায় গিয়ে আয় সেরকম হচ্ছে না।
advertisement
কুলিক দুগ্ধ প্রকল্পের প্রাক্তন কর্মী সুশীল সরকার বলেন, বছর দুয়েক হল কাজ হারিয়ে খুব শোচনীয় অবস্থায় আছেন। এখনও বকেয়া পারিশ্রমিক পাননি। এই অবস্থায় কাজ হারানো কর্মীরা বাধ্য হয়ে কেউ ঠেলা চালিয়ে কেউবা রিকশা চালিয়ে কোনমতে সংসার চালানোর চেষ্টা করছেন। কাজ হারানো কর্মীদের এই বিপদের কথা স্বীকার করেছেন ১৪ নম্বার কমলাবাড়িরষ-১ পঞ্চায়েতের প্রধান প্রশান্ত দাস। তিনি জানান, এই বন্ধ ডেয়ারিটি আবার চালু করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁরা দ্রুত এটি আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন বলে জানান।
পিয়া গুপ্তা





