TRENDING:

Uttar Dinajpur News: দু'বছর ধরে বন্ধ ডেয়ারি, কাজ হারিয়ে পথে বসেছেন কর্মীরা

Last Updated:

এক সময় এখানে দুই দিনাজপুর থেকে প্রচুর পরিমাণে দুধ আমদানি হতো। কিন্তু আচমকাই দু'বছর আগে প্রকল্পটি বন্ধ হয়ে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: বছর দুয়েক হল বন্ধ হয়ে পড়ে আছে রায়গঞ্জের কুলিক দুগ্ধ প্রকল্প। দীর্ঘদিন বন্ধ হয়ে থাকায় এই দুগ্ধ প্রকল্পের চারিদিকে আগাছার জঙ্গল হয়ে গিয়েছে। তালা বন্ধ অবস্থায় এই দুগ্ধ প্রকল্পের বিল্ডিংটিকে বর্তমানে পোড়ো বাড়ি বলে মনে হয়। এক সময় এখানে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে ৪০ জন কর্মী কাজ করতেন। কিন্তু গত দু’বছর ধরে এটি বন্ধ থাকায় ওই কর্মীদের পরিবারগুলো গভীর সঙ্কটে পড়েছে।
advertisement

আরও পড়ুন: বুধে চেক দেবেন মুখ্যমন্ত্রী, ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবার মঙ্গলবার‌ই কলকাতায়

উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কমলাবাড়ি পঞ্চায়েতের কর্ণজোড়ায় রাজ্য সড়কের ধারে অবস্থিত কুলিক দুগ্ধ প্রকল্প। এক সময় এখানে দুই দিনাজপুর থেকে প্রচুর পরিমাণে দুধ আমদানি হতো। কিন্তু আচমকাই দু’বছর আগে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। এরপরই তীব্র সঙ্কটে পড়েছেন এই প্রকল্পের সঙ্গে যুক্ত মানুষরা। বাধ্য হয়ে তাঁরা এখন অন্য পেশা বেছে নিচ্ছেন। কিন্তু গোটা জীবন এই ডেয়ারিতে কাজ করার পর এখন অন্য পেশায় গিয়ে আয় সেরকম হচ্ছে না।

advertisement

View More

কুলিক দুগ্ধ প্রকল্পের প্রাক্তন কর্মী সুশীল সরকার বলেন, বছর দুয়েক হল কাজ হারিয়ে খুব শোচনীয় অবস্থায় আছেন। এখনও বকেয়া পারিশ্রমিক পাননি। এই অবস্থায় কাজ হারানো কর্মীরা বাধ্য হয়ে কেউ ঠেলা চালিয়ে কেউবা রিকশা চালিয়ে কোনমতে সংসার চালানোর চেষ্টা করছেন। কাজ হারানো কর্মীদের এই বিপদের কথা স্বীকার করেছেন ১৪ নম্বার কমলাবাড়িরষ-১ পঞ্চায়েতের প্রধান প্রশান্ত দাস। তিনি জানান, এই বন্ধ ডেয়ারিটি আবার চালু করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁরা দ্রুত এটি আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন বলে জানান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: দু'বছর ধরে বন্ধ ডেয়ারি, কাজ হারিয়ে পথে বসেছেন কর্মীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল