Baleshwar Train Accident Compensation: বুধে চেক দেবেন মুখ্যমন্ত্রী, ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবার মঙ্গলবারই কলকাতায়
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় পুরুলিয়ার যে যাত্রীরা আহত ও নিহত হয়েছেন তাঁদের পরিবারের সদস্যদের মঙ্গলবার কলকাতার নিয়ে আসা হয়।
পুরুলিয়া: বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় বাংলার নিহত যাত্রীদের পরিবারের হাতে বুধবার ক্ষতিপূরণের চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত রাজ্য সরকারের হিসেবে ওড়িশার বালেশ্বরের কাছে বাহানাগা স্টেশনে যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেস, করমণ্ডল এক্সপ্রেস ও মালগাড়ির ত্রিমুখী সংঘর্ষে বাংলার ১০১ জন ছাত্রীর মৃত্যু হয়েছে। সেই নিহতদের পরিবারের হাতে বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের প্রতিশ্রুতিমতো ৫ লক্ষ টাকা করে চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। সেই উপলক্ষে মঙ্গলবারই ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহতদের কলকাতায় নিয়ে এল প্রশাসন।
বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় পুরুলিয়ার যে যাত্রীরা আহত ও নিহত হয়েছেন তাঁদের পরিবারের সদস্যদের মঙ্গলবার কলকাতার নিয়ে আসা হয়। জেলা সার্কিট হাউস থেকে মোট ২৬ জনকে একসঙ্গে কলকাতায় পাঠায় জেলা প্রশাসন। এই বিষয়ে পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা বলেন, বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। যারা এই ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন। যারা এখনও পর্যন্ত চিকিৎসাধীন তাঁদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। আর যারা এই দুর্ঘটনায় অল্প আঘাত পেয়েছেন তাঁদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও যে পরিযায়ী শ্রমিকরা করমণ্ডল এক্সপ্রেসে ছিলেন তাঁদেরকে ১০ হাজার দেওয়া হবে রাজ্যের পক্ষ থেকে।
advertisement
advertisement
ট্রেন দুর্ঘটনায় আহত ও নিহতদের একাংশের মধ্যে আছে পরিযায়ী শ্রমিকেরা। পেটের টানে অনেকেই ভিন রাজ্যে কাজে যোগ দিতে যাচ্ছিলেন। পুরুলিয়া থেকেও অনেকেই রুটি রুজির টানে ভিন রাজ্যে চলে যান। যে পরিযায়ী শ্রমিকরা এই দুর্ঘটনার শিকার হয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর কাছে আবেদন রাখবেন যাতে রাজ্যের মধ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। আর কোনও শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার না হয়।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
June 06, 2023 9:15 PM IST