ওই চার শ্রমিক ব্যাঙ্গালুরু থেকে যশবন্তপুর এক্সপ্রেস ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। জানা গিয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের আগাগছ গোয়াবাড়ি গ্রামের চার শ্রমিক ব্যাঙ্গালুরুতে শ্রমিকের কাজ করতে গিয়েছিল প্রায় ৭মাস আগে। বোনের বিয়ের জন্য বাড়ি ফিরছিলেন শাহাদাত আমল নামে যুবক। তাঁর সঙ্গে আরও তিনজন একই গ্রামের তাঁরাও ট্রেনে করে বাড়ি ফিরছিলেন।
advertisement
শুক্রবার সন্ধ্যায় ৭ টা নাগাদ পরিবারের সদস্যদের কাজে ফোন আসে আপ করমণ্ডল ও ডাউন যশবন্তপুর এক্সপ্রেস বালাসোরের থেকে কিছুটা দূরে ট্রেন দুর্ঘটনা হয়েছে। তাঁরাও গুরুতর ভাবে জখম হয়েছেন। সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েন চার জখম শ্রমিকদের পরিবারের সদস্যরা। আতঙ্কে রাতভর ঘুমাতে পারেননি রজ্জাক, শাহাদাত আলম, মিরাজুল ইসলাম, ও হুদা আলম এই চার শ্রমিকের পরিবার।
আরও পড়ুন, করমণ্ডলের দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে ক্ষতিপূরণ ঘোষণা মমতার, দিলেন বড় প্রতিশ্রুতি
আরও পড়ুন, করমণ্ডল দুর্ঘটনা দক্ষিণ ২৪ পরগণার কত জনের প্রাণ কাড়ল? জেলা জুড়ে তীব্র হাহাকার
অন্যদিকে খবর পেয়ে সরকারি আধিকারিকেরা জখম শ্রমিকদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গেকথা বলেন। তবে ছেলেরা সুস্থ ভাবে কখন বাড়ি ফিরবে এই আসায় বসে রয়েছেন এই চার শ্রমিকের পরিবার।
চঞ্চল মোদক