Coromandel Express Accident|| করমণ্ডল দুর্ঘটনা দক্ষিণ ২৪ পরগণার কত জনের প্রাণ কাড়ল? জেলা জুড়ে তীব্র হাহাকার
- Reported by:SUMAN SAHA
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Coromandel Express Tragic Accident: ওড়িশার বালাসোরে কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু মিছিল অব্যাহত। দক্ষিণ ২৪ পরগণার মোট সাতজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া যাচ্ছে শোক সংবাদ।
কাকদ্বীপ: ওড়িশার বালাসোরে কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু মিছিল অব্যাহত। মর্মান্তিক দুর্ঘটনায় দক্ষিণ ২৪ পরগণা জেলার মোট ৭ জনের মৃত্যু হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মিলেছে শোক সংবাদ। তবে এখনও অনেকেই নিখোঁজ। আশঙ্কা আহত এবং নিহতের সংখ্যা বাড়তে পারে।
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নং নস্কর পাড়ার বাসিন্দা মইনুদ্দিন শেখ ও শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্যামনগরের বাসিন্দা হালিম মোল্লা গতকাল করমণ্ডল এক্সপ্রেসে তামিলনাড়ু যাচ্ছিলেন কাজ যোগদিতে। এ দিনের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনেরই। পরিবারের কাছে শুক্রবার সন্ধ্যায় এই দুঃসংবাদ এসে পৌছনোর পর থেকেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দুর্ঘটনার ১ সেকেন্ড আগে কী ঘটেছিল? হাড়হিম করা অভিজ্ঞতা করমণ্ডল এক্সপ্রেসের যাত্রীর
দুর্ঘটনায় নিখোঁজ গঙ্গাসাগর পোস্টাল থানার অন্তর্গত বেগুয়াখালির তিন বাসিন্দা। নিখোঁজ বাসিন্দাদের নাম সুব্রত হালদার, স্বপন প্রামাণিক, কার্তিক পাইক। ইতিমধ্যেই এই তিনজনের পরিবারের সদস্যরা উৎকণ্টায় রয়েছেন।
advertisement
দক্ষিণ চব্বিশ পরগণার জয়নগরের এক যুবকও নিখোঁজ। সঞ্জীব মণ্ডল (২২) জয়নগর থানার সরবেড়িয়ার বাসিন্দা। সঞ্জীবের পরিবার জানিয়েছে, শুক্রবার দুপুরে দিনমজুরির কাজের জন্য কেরল রওনা দেন তিনি। জয়নগরের সরবেড়িয়া থেকে করমণ্ডল এক্সপ্রেসের জন্য শালিমার যান। পরিবারের লোকজন ট্রেন দুর্ঘটনার খবর জানতে পেরে রাত থেকে সকাল পর্যন্ত তাঁর ফোনে একাধিকবার যোগোযোগ করার চেষ্টা করলেও কথা বলতে পারেননি। উপায় না পেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। সঞ্জীব এই মুহূর্তে কী পরিস্থিতিতে রয়েছে, তা নিয়ে উদ্বিগ্ন মণ্ডল পরিবার।
advertisement
অন্যদিকে, কেরলে কাজে যোগদান করতে যাওয়ার সময় ট্রেন দুর্ঘটনার কবলে পড়েন বেশ কয়েকজন। মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে দক্ষিণ ২৪ পরগণার নামখানা এসে পৌঁছেছেন দেবনগরের ৬ বাসিন্দার। শনিবার বাড়িতে এসে পৌঁছন নামখানার বাসিন্দা সঞ্জয় সামন্ত, টোটন পাত্র, কুণাল দাস, তাপস নাইয়া, বুদ্ধদেব মণ্ডল, সুজিত পাইক। জীবিত অবস্থায় বাড়িতে পৌঁছে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছেন সকলেই। এ দিন দুর্ঘটনায় মৃতদের পরিবারে শোকের ছায়া নেমেছে। যারা এখনও পর্যন্ত নিখোঁজ, তাঁদের পরিবারে জমা উদ্বেগ।
advertisement
Suman Saha
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 03, 2023 2:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Coromandel Express Accident|| করমণ্ডল দুর্ঘটনা দক্ষিণ ২৪ পরগণার কত জনের প্রাণ কাড়ল? জেলা জুড়ে তীব্র হাহাকার









