Coromandel Express Accident|| দুর্ঘটনার ১ সেকেন্ড আগে কী ঘটেছিল? হাড়হিম করা অভিজ্ঞতা করমণ্ডল এক্সপ্রেসের যাত্রীর

Last Updated:

Coromandel Express tragic Accident: ঘড়িতে তখন ঠিক সন্ধ্যা ৬:৫০ মিনিট। আচমকা তীক্ষ্ণ চিৎকার, তারপরেই থেমে গেল ট্রেন...! দুর্ঘটনার ১ সেকেন্ড আগে ঠিক কী ঘটেছিল, হাড়হিম করা সেই অভিজ্ঞতা জানিয়েছেন করমণ্ডল এক্সপ্রেসের এক যাত্রী।

দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেসের যাত্রী।
দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেসের যাত্রী।
বালাসোরঃ ঘড়িতে তখন ঠিক সন্ধ্যা ৬:৫০ মিনিট। আচমকা তীক্ষ্ণ চিৎকার, তারপরেই আচমকা ঝাঁকুনি দিয়ে থেমে গেল ট্রেন…! দুর্ঘটনার ১ সেকেন্ড আগে ঠিক কী ঘটেছিল, হাড়হিম করা সেই অভিজ্ঞতা জানিয়েছেন করমণ্ডল এক্সপ্রেসের এক যাত্রী। পেশায় ওই ব্যক্তি পেন্টার, কলকাতার বাসিন্দা। বেশ কয়েকজনের সঙ্গে তিনি চেন্নাই যাচ্ছিলেন কাজে। কিন্তু তা আর যাওয়া হল না। আপাতত বাড়ি ফেরার প্রহর গুণছেন। বাড়ির সকলেও অপেক্ষায় রয়েছেন কখন প্রিয় মানুষেরা ঘরে ফিরবেন।
ঠিক কী ঘটেছিল? ওই যাত্রী সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, শুক্রবার হাওড়া থেকে ছেড়ে যাওয়া করমণ্ডল এক্সপ্রেসের এস৫-কোচে ছিলেন তিনি। সন্ধ্যা ৬:৫০ মিনিট নাগাদ আচমকা বিকট শব্দ হয়। দাঁড়িয়ে যায় ট্রেন। তারপরেই শুরু হয় আর্তনাদ, চিৎকার, চেঁচামেচি, হাহাকার। যদিও তিনি যে কামরায় সফর করছিলেন সেই কামরায় তেমন তীব্র কোনও প্রভাব পড়েনি দুর্ঘটনার। তবে সকলেই কম-বেশি আহত হয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রেললাইনে সাদা কাপড়ে ঢাকা মৃতদেহের সারি, ১২ ঘণ্টা ধরে চলছে উদ্ধারকাজ, শিউরে ওঠা ছবি
ইতিমধ্যেই কলকাতার এই শিল্পী এবং তাঁর সহযাত্রীরা সকলেই বাড়িতে নিজেদের সুস্থতার খবর জানিয়েছেন। তাঁরা সকলেই একেবারে সুস্থ রয়েছেন। এখন কখন বাড়ি ফিরতে পারেন, সেই অপেক্ষায় সকলেই।
আরও পড়ুনঃ বালাসোরে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে ৩ ট্রেন, কোন রুটের কোন কোন ট্রেন আজ বাতিল? রইল বিস্তারিত তালিকা
প্রসঙ্গত, রেললাইনে সাদা কাপড়ে ঢাকা মৃতদেহের সারি। ১২ ঘণ্টা চলছে পেরিয়ে গেলেও এখনও উদ্ধারকাজ চলছে। ট্রেনের দুমড়েমুচড়ে যাওয়া কামরা থেকে একের পর এক দেহ বের করেন নিয়ে আসছেন রাজ্য এবং কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা ২৩৩, আহত প্রায় ১০০০।
advertisement
তবে উদ্ধারকারীদের অনুমান মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতের সংখ্যাও আরও বাড়বে। ওড়িশার রাজ্য বিপর্যয় মোকাবিলী বাহিনী, সেনাবাহিনী, রেল পুলিশ, একাধিক এনজিও-র পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বাংলা খবর/ খবর/দেশ/
Coromandel Express Accident|| দুর্ঘটনার ১ সেকেন্ড আগে কী ঘটেছিল? হাড়হিম করা অভিজ্ঞতা করমণ্ডল এক্সপ্রেসের যাত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement