Coromandel Express Accident| Train Cancel List|| বালাসোরে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে ৩ ট্রেন, কোন রুটের কোন কোন ট্রেন আজ বাতিল? রইল বিস্তারিত তালিকা

Last Updated:

Train Cancel List After Coromandel Express train accident: করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার জেরে আজ শনিবার পুরী-চেন্নাই-সহ একাধিক দক্ষিণভারতগামী বহু ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কিছু পুরী ও দক্ষিণভারত থেকে ফেরার ট্রেনও।

রেল।  ফাইল ছবি।
রেল। ফাইল ছবি।
কলকাতাঃ করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার জেরে আজ শনিবার পুরী-চেন্নাই-সহ একাধিক দক্ষিণভারতগামী বহু ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কিছু পুরী ও দক্ষিণভারত থেকে ফেরার ট্রেনও। কিছু ট্রেনের যাত্রাপথ কমিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে বহু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করে দেওয়া হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, মোট বাতিল হওয়া ট্রেনের সংখ্যা ৪৮। এ ছাড়াও ৩৯ টি ট্রেন অন্যপথে ঘুরিরে দেওয়া হয়েছে। এক নজরে সেই বিস্তারিত তালিকা…
ট্রেন বাতিলের তালিকা  
*২ জুনের পুরী-হাওড়া এক্সপ্রেস বাতিল।
advertisement
*২ জুনের পুরী-শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস বাতিল।
*২ জুনের পুরী-ভাঁজাপুর স্পেশ্যাল বাতিল।
যাত্রাপথ পরিবর্তন কোন কোন ট্রেনের 
*২ জুনের ০৩২২৯ নম্বর পুরী-পটনা স্পেশ্যাল ট্রেন জাকাপুরা-জারৌলি রুটে চলছে।
আরও পড়ুনঃ  রেললাইনে সাদা কাপড়ে ঢাকা মৃতদেহের সারি, ১২ ঘণ্টা ধরে চলছে উদ্ধারকাজ, শিউরে ওঠা ছবি
*১ জুন চেন্নাই থেকে চেড়ে আসা ১২৮৪০ নম্বর চেন্নাই-হাওড়া মেলের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। ট্রেন জাকাপুরা-জারৌলি রুটে চলছে।
advertisement
*১ জুন রাতে ছেড়ে আসা ১৮০৪৮ নম্বর ভাস্কো-দা-গামা-হাওড়া অমরাবতী এক্সপ্রেস জাকাপুরা-জারৌলি রুটে চলছে।
*২ জুন সেকেন্দ্রাবাদ থেকে ছেড়ে আসা ২২৮৫০ সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস জাকাপুরা-জারৌলি রুটে চলছে।
*১২৮০১ নম্বর পুরী-নিউ দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস পুরী থেকে ছেড়ে জাকাপুরা-জারৌলি রুটে চলছে।
*১৮৪৭৭ নম্বর পুরী-ঋষিকেশ কলিঙ্গ উৎকল এক্সপ্রেস পুরী থেকে ছেড়ে আঙুল-সম্বলপুর সিটি-ঝারসুগুড়া রড-আইবি রুটে চলছে।
advertisement
*২২৮০৪ সম্বলপুর-শালিমার এক্সপ্রেস সম্বলপুর থেকে ছেড়ে সম্বলপুর সিটি-ঝারসুগুড়া রুটে চলছে।
*১২৫০৯ নম্বর ব্যাঙ্গালোর-গুয়াহাটি এক্সপ্রেস ১ জুন বেঙ্গালুরু থেকে ছেড়ে এসেছিল যথাসময়ে। সেই ট্রেন যাত্রাপথ পরিবর্তনের পর ভিজিয়ানগরাম-তিতলাগড়-ঝারসুগুড়া-টাটা দিয়ে চালানো হচ্ছে।
*১৫৯২৯ নম্বর তাম্বরম-নিউ তিনসুকিয়া এক্সপ্রেস বেঙ্গালুরু থেকে ছেড়েছিল ১ জুন। সেই ট্রেন জাকাপুরা-জারৌলি রুটে চলছে।
আংশিক বাতিল ট্রেনের তালিকা
advertisement
*১৮০২২ খুরদা রোড-খড়গপুর এক্সপ্রেস খুরদা রোড থেকে ছেড়েছিল ২ জুন। সেই ট্রেন বৈতরণী রোড পর্যন্ত চালানো হচ্ছে। বৈতরণী রোড থেকে খড়গপুর পর্যন্ত বাকি যাত্রাপথ বাতিল করা হয়েছে।
*১৮০২১ খড়গপুর-খুরদা রোড এক্সপ্রেস খড়গ পুর থেকে আজ ৩ জুন ছাড়ার কথা ছিল। কিন্তু তা বাতিল হয়েছে। সেই ট্রেন বৈতরণী রোড থেকে খুড়দা পর্যন্ত চালানো হচ্ছে। খড়গপুর থেকে বৈতরণী রোড পর্যন্ত এই ট্রেন বাতিল করা হয়েছে।
advertisement
*১২৮৯২ নম্বর ভুবনেশ্বর-বাংরিপোশি এক্সপ্রেস ২ জুন ছাড়লেও তা জাজপুর কেওনঝড় রোড পর্যন্ত চলবে। জাজপুর কেওনঝড় রোড থেকে বাংড়িপোশি পর্যন্ত বাতিল ট্রেন।
*১২৮৯১ নম্বর বাংড়িপোশি-ভুবনেশ্বর এক্সপ্রেস আজ ৩ জুন বাংড়িপোশি থেকে ছেড়ে জাজপুর কেওনঝড় রোড পর্যন্ত চলবে।
*০৮৪১২ ভুবনেশ্বর-বালাসোর মেমু ভুবনেশ্বের থেকে ২ জুন ছেড়েছিল যথা সময়ে। সেই ট্রেন জেনাপুর পর্যন্ত চলবে। জেনাপুর থেকে বালাসোর পর্যন্ত যাত্রাপথ বাতিল।
advertisement
*১৮৪১১ নম্বর বালাসোর-ভুবনেশ্বর মেমু আজ ৩ জুন জেনাপুর থেকে ছাড়বে ভুবনেশ্বরের বদলে। এই ট্রেনেরও যাত্রাপথ ছোট করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Coromandel Express Accident| Train Cancel List|| বালাসোরে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে ৩ ট্রেন, কোন রুটের কোন কোন ট্রেন আজ বাতিল? রইল বিস্তারিত তালিকা
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement