Coromandel Express Accident|| কেউ কাঁদলেন, কেউ ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন...! করমণ্ডল-যশবন্তপুরের যাত্রীদের নিয়ে হাওড়া ঢুকল উদ্ধারকারী ট্রেন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Coromandel Express Accident: শুক্রবার রাতভর হাওড়া স্টেশনে শুধু অপেক্ষা আর উদ্বিগ্নতা! একদিকে যাত্রীদের অপেক্ষায় পরিবার অন্যদিকে বাতিল ট্রেন, যাত্রী দুর্ভোগ...
হাওড়া: করমণ্ডল-যশবন্তপুরের যাত্রীদের নিয়ে হাওড়ায় ঢুকল উদ্ধারকারী ট্রেন। আজ শনিবার দুপুর ১’তা নাগাদ এই ট্রেন এসে পৌঁছল হাওড়ায়। শুক্রবার রাতভর হাওড়া স্টেশনে যাত্রীদের আত্মীয়-পরিজন, পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ছিল চরমে। দূরপাল্লার দুই ট্রেন মিলিয়ে কয়েক হাজার যাত্রী ছিলেন। তাঁদের আত্মীয় ও পরিবারের সদস্যদের সারা রাত ধরে হাজির হতে দেখা গেল হাওড়ার রেল স্টেশনে।
শুক্রবার সন্ধ্যা পৌনে সাত’টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বালেশ্বরের কাছাকাছি। দুর্ঘটনায় একের পর এক প্রাণহানির ঘটনা সামনে আসতেই অস্থিরতা বাড়তে থাকে পরিবারের মধ্যে। কারও মেয়ে, কারও ছেলে, কারও বাবা-মা বা দাদার অপেক্ষায় রাত জাগল ওঁরা।
আরও পড়ুনঃ হাত-পা ছিটকে পড়েছে চারিদিকে, দলা পাকানো দেহের সারি, উদ্ধারে নামল সেনার হেলিকপ্টার
দুর্ঘটনা ঘটা মাত্র দ্রুততার সঙ্গে একাধিক হেল্পলাইন খোলা হয় রেলের তরফ থেকে। পাশাপাশি ২৪ ঘণ্টার হেল্প ডেস্ক। যেখানে এসে সরাসরি দুই ট্রেনের যাত্রীরা বাড়ির লোক রেলের সাহায্য নিতে পারবে। রাত যত গভীর হয়, ততই উদ্বেগ বাড়তে থাকে। একদিকে তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে উদ্ধারকার্য শেষ হয়েছে। অন্যদিকে, হাওড়া রেল স্টেশনের হেল্পডেস্কের সামনে ভিড় করে রয়েছে যাত্রী পরিবার আত্মীয়রা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দুর্ঘটনার ১ সেকেন্ড আগে কী ঘটেছিল? হাড়হিম করা অভিজ্ঞতা করমণ্ডল এক্সপ্রেসের যাত্রীর
স্টেশনে যাত্রীদের আত্মীয়রা এদিন কেউ তাঁর প্রিয়জনের অপেক্ষায়, কেউ দাদা-ভাই, ছেলে বা মেয়ের অপেক্ষায়। রেলের তরফ থেকে জানানো হয়েছে স্পেশ্যাল ট্রেন পাঠানো হয়েছে। তাতে করে যাত্রীদের উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। কখন ফিরবে প্রিয় জন, সেই মুহূর্তে অপেক্ষারত মানুষের কাছে এক ঘণ্টা যেন এক যুগের মতো। কেউ জানালেন, ফোনে কথা বলা সম্ভব হচ্ছে, তাতেই যেন স্বস্তি। কেউ জানান শেষ বার কথা হয়েছে দুর্ঘটনার কিছুক্ষণ আগে। তবে এই মুহূর্তে ট্রেন ঢোকায় যাঁদের পরিবারের সদস্যরা ফিরে এসেছেন তাঁরা স্বস্তিতে।
advertisement
যশবন্তপুর এসএমভিবি এক্সপ্রেসের যাত্রী প্রভাত মণ্ডল বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা, বেঙ্গালুরু থেকে হাওড়া ফিরছিল। তাঁর মাথায় ও পায়ে আঘাত লেগেছে। স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন। রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সেখানে যাওয়ারর চেষ্টা করছেন তাঁর মামা সন্দীপ কুমার বড়াই। তিনি জানান, আমরা ওখানে যেতে চাইছি। রেলের সঙ্গে যোগাযোগ করেছি। খড়গপুর পর্যন্ত যাওয়া সম্ভব হবে বলে জানানো হয়েছে রেলের তরফে।
advertisement
অন্যদিকে, দুর্ঘটনা জেরে একাধিক ট্রেন বাতিল তাতেই, বহু যাত্রীকে দেখা গেল স্টেশনে অপেক্ষা করতে তাদের মধ্যে অনেকেরই প্রয়োজনীয় কাজ বা চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিল। ট্রেন বাতিলের কারণে আটকে পড়ছেন। তামিলনাড়ুর একটি পুরুষ ভলি দলের সদস্যরা আটকে পড়েন দুর্ঘটনার জেরে। বাংলায় টুর্নামেন্ট খেলা শেষে বাড়ি ফেরার পথে ট্রেন বাতিলের কারণে হাওড়া স্টেশনে আটকে পড়েন।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2023 1:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Coromandel Express Accident|| কেউ কাঁদলেন, কেউ ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন...! করমণ্ডল-যশবন্তপুরের যাত্রীদের নিয়ে হাওড়া ঢুকল উদ্ধারকারী ট্রেন