আরও পড়ুন: ঝেঁপে বৃষ্টি আসছে কলকাতা-সহ পাঁচ জেলায়! সঙ্গে প্রবল ঝড় এবং বজ্রপাতের আশঙ্কা
সেচ দফতরের এই পাইলট প্রজেক্টের আগেও একাধিকবার করার প্রয়াস হলেও বাঁধ সাধে নদীর ভাঙন। সেই ভাঙন রুখতে এবার টেট্রাপড ফেলে ঢেউ রোখা হবে। এই কাজ ফ্রেজারগঞ্জ এলাকার হাতি কর্নার থেকে বকখালি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার নদীবাঁধে করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় ৩৫ মিটার চওড়া কংক্রিটের ঢালাই আয়লাবাঁধ তৈরি হয়ে গিয়েছে। যা বঙ্গোপসাগরের চরে প্রায় ২০ ফুট মাটির তলা থেকে কংক্রিট ঢালাইয়ের ভিত তুলে প্রায় ৩০ মিটার দূরে গিয়ে কংক্রিট ঢালাই ফেলে মূল রাস্তা তৈরি হয়েছে।
advertisement
আয়লা বাঁধে যে কংক্রিট ঢালাই রয়েছে সেখানে এখন সমুদ্রের বিশাল ঢেউ প্রতিনিয়ত আছড়ে পড়ছে। এই ঢেউ আটকাতে ফেলা হচ্ছে টেট্রাপড, যা নিয়ে খুশি স্থানীয়রা। এই প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে খুবই খুশি দক্ষিণ ২৪ পরগনা জেলার সহসভাপতি শ্রীমন্ত মালিও। তিনিও এই প্রকল্প নিয়ে খুবই আশাবাদী।
নবাব মল্লিক





