Nadia: নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধারকে ঘিরে পুলিশ ও বিএসএফের মধ্যে হাতাহাতি! জখম ২, গ্রেফতার ১ জওয়ান, চাপড়ায় শোরগোল
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nadia: নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার ঘিরে পুলিশ ও বিএসএফের মধ্যে হাতাহাতি। ঘটনায় ২ জন পুলিশকর্মী জখম হয়েছেন। একজন বিএসএফ জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ-বিএসএফের হাতাহাতিতে নদিয়ার চাপড়া থানা এলাকার সীমানগরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
চাপড়া, নদিয়া, মৈনাক দেবনাথ: নিষিদ্ধ কাশির সিরাপ নিয়ে পুলিশ ও বিএসএফের মধ্যে হাতাহাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল চাপড়া থানা এলাকার সীমানগরে। ঘটনায় এক পুলিশ আধিকারিক-সহ দু’জন জখম হন। আহতদের চাপড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এক বিএসএফ জওয়ানকে গ্রেফতার করেছে চাপড়া থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, তারাই প্রথম এই পাচারের ঘটনার বিষয়ে জানতে পারেন। সেই মতো তাদের তত্ত্বাবধানেই পাচার আটকানো হয়। পাচার সামগ্রী বাজেয়াপ্ত করার সময় বিএসএফ বাধা দেয়। এই নিয়ে মামলা করা হয়েছে। দু’জন পুলিশকর্মী জখম হয়েছেন পুলিশ ও বিএসএফের হাতাহাতির মধ্যে। একজন বিএসএফ জওয়ানকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রের খবর, করিমপুর দিক থেকে একটি গাড়িতে করে নিষিদ্ধ কাশির সিরাপ পাচার হচ্ছিল চাপড়ার দিকে। গোপন সূত্রে খবর পেয়ে সীমানগর এলাকায় ঘাঁটি গাড়ে চাপড়া থানার পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এরপর গাড়ি থেকে নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করতে থাকে পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রাধাকৃষ্ণের প্রেমের উৎসবে নবদ্বীপ, শান্তিপুরে জনসমুদ্র! রাসযাত্রায় দর্শনার্থীদের নিরাপত্তায় প্রশাসনের একগুচ্ছ পদক্ষেপ
অভিযোগ, ঠিক সেই সময় সীমানগর বিএসএফ ক্যাম্প থেকে কয়েকজন জওয়ান এসে পুলিশকে বাধা দেয় এবং বাজেয়াপ্ত করা সিরাপ নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, এক পর্যায়ে রড দিয়ে এক পুলিশ আধিকারিককে মারধর করা হয়। এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খবর পেয়ে পুলিশ ও বিএসএফ-উভয় বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। যদিও এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
November 05, 2025 10:04 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia: নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধারকে ঘিরে পুলিশ ও বিএসএফের মধ্যে হাতাহাতি! জখম ২, গ্রেফতার ১ জওয়ান, চাপড়ায় শোরগোল

