Rash Utsav: রাধাকৃষ্ণের প্রেমের উৎসবে নবদ্বীপ, শান্তিপুরে জনসমুদ্র! রাসযাত্রায় দর্শনার্থীদের নিরাপত্তায় প্রশাসনের একগুচ্ছ পদক্ষেপ
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Rash Utsav 2025: কার্তিক পূর্ণিমায় অনুষ্ঠিত হয় বিখ্যাত রাস উৎসব। রাধাকৃষ্ণের প্রেমের উৎসবকে ঘিরে নদিয়ার নবদ্বীপ এবং শান্তিপুরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। রাসযাত্রা উপলক্ষে গাইড ম্যাপ প্রকাশ করল নবদ্বীপ এবং শান্তিপুর থানার পুলিশ।
নবদ্বীপ, নদিয়া, রঞ্জিত সরকার: নদিয়ার নবদ্বীপের রাস উৎসব জগৎ বিখ্যাত। রাসের সময় দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা ভিড় জমান নবদ্বীপে। তবে কেবল নবদ্বীপই নয়, শান্তিপুরের রাসযাত্রাও হয় দেখার মতো। নদিয়ার এই বিখ্যাত দুই শহর জনসমুদ্রে ভাসে রাসের সময়। ফলে রাধাকৃষ্ণের প্রেমের উৎসব রাসযাত্রাকে সর্বাঙ্গিন সুষ্ঠভাবে সম্পন্ন করতে বদ্ধ পরিকর পুলিশ প্রশাসন। রাসযাত্রা উপলক্ষে এবার গাইড ম্যাপ প্রকাশ করল নবদ্বীপ এবং শান্তিপুর দুই থানার পুলিশ।
কার্তিক পূর্ণিমায় অনুষ্ঠিত হয় বিখ্যাত রাস উৎসব। আর এই রাস উৎসবকে কেন্দ্র করে নবদ্বীপ, শান্তিপুরে সমাগম ঘটে লক্ষাধিক দর্শনার্থীর। নবদ্বীপে রাস উৎসবের পুজোর পরের দিন শোভাযাত্রা বা আড়ং অনুষ্ঠিত হয়। আর এই শোভাযাত্রা-সহ সমগ্র রাস উৎসবকে আরও সুষ্ঠভাবে করার লক্ষ্যে এবছর পুলিশ প্রশাসনের তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের জন্য কেঁদেছে মন! পেনশনের জমানো ১ লক্ষ টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান প্রাক্তন শিক্ষিকার, ৮৬ বছরেও দশের সেবা
মঙ্গলবার নবদ্বীপ থানায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার অমর নাথ কে এ কথা জানিয়েছেন। এদিন নবদ্বীপ রাস উৎসবের গাইড ম্যাপ-সহ শোভাযাত্রার অনুমতি যুক্ত পুজোর জন্য QR কোড ও টি-শার্টের উদ্বোধন করেন তিনি। এদিন জেলা পুলিশ সুপার শহরের ফাঁসি তলা নিরঞ্জন ঘাটও পরিদর্শন করেন।
advertisement
advertisement
রাসযাত্রা উপলক্ষে এদিন গাইড ম্যাপ প্রকাশ করল রানাঘাট পুলিশ জেলার শান্তিপুর থানার পুলিশও। রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার সাংবাদিক বৈঠক করে জানান, পর্যাপ্ত পরিমাণে পুলিশ ফোর্স এবং বিশেষভাবে এ বছর রাস্তায় দেখা যাবে উইনার্স টিম অর্থাৎ মহিলা পুলিশের দল। যাতে দূর-দূরান্ত থেকে যে সমস্ত মহিলা দর্শনার্থীরা রাস দেখতে আসবেন তাদের কোনরকম অসুবিধা না হয়।
advertisement
আরও পড়ুনঃ বাজারে অবহেলিত শাকসবজিই পুষ্টিগুণে ভরপুর! রোগ ঠেকাতে মহৌষধি, সুস্থ জীবনের চাবিকাঠির সন্ধান দিতে সুন্দরবনে দারুণ উদ্যোগ
কোন দুর্ঘটনা ঘটলে সেক্ষেত্রেও উইনার্স টিম বিশেষ ভূমিকা পালন করবে। তিনি আরও জানান, বিশেষ বিশেষ জায়গায় পুলিশ মোতায়ন থাকবে। ইতিমধ্যে শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সিআই শান্তিপুর এবং এসডিপিও রানাঘাটকে সঙ্গে নিয়ে বিশাল পুলিশ বাহিনী সমন্বয়ে রাসযাত্রা উপলক্ষে বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
November 04, 2025 11:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rash Utsav: রাধাকৃষ্ণের প্রেমের উৎসবে নবদ্বীপ, শান্তিপুরে জনসমুদ্র! রাসযাত্রায় দর্শনার্থীদের নিরাপত্তায় প্রশাসনের একগুচ্ছ পদক্ষেপ

