উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের জন্য কেঁদেছে মন! পেনশনের জমানো ১ লক্ষ টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান প্রাক্তন শিক্ষিকার, ৮৬ বছরেও দশের সেবা
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Hooghly News: উত্তরবঙ্গের দুর্যোগ মোকাবিলায় এক লক্ষ টাকা দান করলেন প্রাক্তন শিক্ষিকা। ৮৬ বছরের প্রীতিকণা মজুমদার উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা দেখেছেন টেলিভিশনে। দুর্গতদের জন্য কেঁদে উঠেছে তাঁর মন। তাদের সাহায্যে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল ১ লক্ষ টাকা দান।
বাঁশবেড়িয়া, হুগলি, সোমনাথ ঘোষ: মায়া, মমতা, শান্তি নেই। শুধু আরও চাই, আরও চাই। কী যে হয়ে গেল যুগ পরিবর্তনে। গলায় আক্ষেপের সুর ৮৬ বছরের প্রীতিকণা মজুমদারের।
উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা দেখেছেন টেলিভিশনে। দেখেছেন মানুষকে ভেসে যেতে, ঘরবাড়ি ছাড়া হতে। দেখেছেন মুখ্যমন্ত্রীকে দৌড়ে যেতে। মানুষের পাশে দাঁড়াতে। যেমন করে তিনি দাঁড়াতেন বাংলাদেশে (সাবেক পূর্ব পাকিস্থান) থাকার সময়। সেখানে হাইস্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন প্রীতিকণাদেবী।
আরও পড়ুনঃ তিন দিনের জমাটি ফুটবল ম্যাচ! ১৬টি দল টোপকে সেরা ভালুকতোড়, রয়েছে আকর্ষণীয় পুরস্কার, ঐতিহ্য ধরে রেখেছে বীরভূমের গ্রাম
পরাধীন ভারতে জন্ম তাঁর। এদেশে এসে হুগলির বাঁশবেড়িয়ায় বসবাস। স্থানীয় বাসুদেবপুরে প্রাথমিক স্কুলে ২৩ বছর চাকরি করেছেন। তারপর অবসর নেন। স্বামী, সন্তান নেই। নিঃসন্তান বৃদ্ধা একাই থাকেন। পেনশনের টাকা থেকে নিজের খরচ বাঁচিয়ে এক লক্ষ টাকা তুলে দিলেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। উত্তরবঙ্গের দুর্যোগ মোকাবিলায় এক লক্ষ টাকা দান করলেন প্রাক্তন শিক্ষিকা।
advertisement
advertisement

প্রীতিকণা মজুমদার
আরও পড়ুনঃ অপারেশন প্রয়াসের মাধ্যমে মুর্শিদাবাদ জেলা পুলিশের বড়সড় সাফল্য! ৪০৬টি হারানো মোবাইল উদ্ধার করে ফেরানো হল মালিকদের
বৃদ্ধা বললেন, ‘আমি কোন রাজনীতি বুঝি না। যারা মানুষের কাজ করে তাদের কথা বলি। দেশ ও দশের কাজই আসল কাজ’। বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী বলেন, বয়স হয়েছে কানে কম শোনেন। টিভিতে উত্তরবঙ্গের বিপর্যয় দেখেছেন প্রীতিকণা মজুমদার। তার মন কেঁদেছে দুর্গতদের জন্য। তাদের সাহায্য করতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল এক লক্ষ টাকা দান করার সিদ্ধান্ত নেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Hugli,West Bengal
First Published :
November 04, 2025 9:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের জন্য কেঁদেছে মন! পেনশনের জমানো ১ লক্ষ টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান প্রাক্তন শিক্ষিকার, ৮৬ বছরেও দশের সেবা

