Sundarbans: বাজারে অবহেলিত শাকসবজিই পুষ্টিগুণে ভরপুর! রোগ ঠেকাতে মহৌষধি, সুস্থ জীবনের চাবিকাঠির সন্ধান দিতে সুন্দরবনে দারুণ উদ্যোগ

Last Updated:

Health Campaign in Sundarbans: রোগমুক্তির চর্চায় সুন্দরবনের প্রান্তিক মানুষের নতুন উদ্যোগ। উত্তর ২৪ পরগনার সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটিতে অনুষ্ঠিত হল এক অনন্য লোক স্বাস্থ্য উৎসব। উৎসবে মূল বার্তা ছিল, “রোগ সারানোর চেয়ে রোগ থেকে মুক্তি পাওয়াই বড় কথা।”

+
সুন্দরবনে

সুন্দরবনে লোক স্বাস্থ্য উৎসব

হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: রোগমুক্তির চর্চায় সুন্দরবনের প্রান্তিক মানুষের নতুন উদ্যোগ। উত্তর ২৪ পরগনার সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটিতে অনুষ্ঠিত হল এক অনন্য লোক স্বাস্থ্য উৎসব। এই উৎসবের মূল লক্ষ্য ছিল মানুষকে বুঝিয়ে দেওয়া যে, সুস্থ থাকা শুধু ওষুধ বা হাসপাতালের উপর নির্ভর নয়, বরং সঠিক খাদ্যাভ্যাস ও সচেতন জীবনযাপনের মাধ্যমেই সম্ভব দীর্ঘস্থায়ী সুস্থতা।
উৎসবের মঞ্চে স্বাস্থ্যকর্মী, গ্রামীণ মহিলা ও স্থানীয় কৃষকেরা একত্রিত হয়ে আলোচনা করেন, কীভাবে দৈনন্দিন খাদ্যতালিকায় পুষ্টিকর দেশিয় সবজি অন্তর্ভুক্ত করা যায়। তারা জানান, বাজারে অবহেলিত অনেক শাকসবজি যেমন কচুশাক, লাউ, ডুমুর প্রভৃতি আসলে পুষ্টিগুণে ভরপুর। এই দেশিয় সবজিগুলির মধ্যেই লুকিয়ে আছে প্রাকৃতিক ভিটামিন ও খনিজ, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। পাশাপাশি নির্দিষ্ট সময়মতো শরীরচর্চা, ব্যায়ামের মাধ্যমে শরীরকে ফিট রাখা।
advertisement
আরও পড়ুনঃ দাবার বোর্ডে বুদ্ধির লড়াই! আঙুলের নির্ভুল চালে এগোচ্ছে ঘোড়া, নৌকা, রাজারা, যুদ্ধক্ষেত্রে লড়ছেন দৃষ্টিহীন দাবাড়ুরা! হাবড়ায় দুর্দান্ত আয়োজন
লোক স্বাস্থ্য উৎসবে মূল বার্তা ছিল, “রোগ সারানোর চেয়ে রোগ থেকে মুক্তি পাওয়াই বড় কথা।” গ্রামের মানুষদের শেখানো হয় কীভাবে নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম, পরিষ্কার পরিবেশ ও প্রাকৃতিক খাদ্যাভ্যাসের মাধ্যমে দীর্ঘদিন সুস্থ থাকা যায়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে একটাই উপলব্ধি, সুস্থতা আসলে নিজের হাতে। হাসপাতাল বা নার্সিংহোমে না গিয়ে, প্রকৃতির কাছ থেকে পাওয়া খাদ্যের মাধ্যমেই গড়ে তোলা যায় রোগমুক্ত জীবনের ভিত্তি। সুস্থ জীবনের পথে সুন্দরবনের মানুষের এই উদ্যোগ নিঃসন্দেহে এক প্রশংসনীয় দৃষ্টান্ত।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sundarbans: বাজারে অবহেলিত শাকসবজিই পুষ্টিগুণে ভরপুর! রোগ ঠেকাতে মহৌষধি, সুস্থ জীবনের চাবিকাঠির সন্ধান দিতে সুন্দরবনে দারুণ উদ্যোগ
Next Article
advertisement
Kranti Goud: বিশ্বচ্যাম্পিয়ন ক্রান্তি গৌড়কে মধ্যপ্রদেশ সরকার ১ কোটি টাকা পুরস্কার দেবে, বাবা বলছেন মেয়ের জন্য গর্বিত
ক্রান্তি গৌড়কে মধ্যপ্রদেশ সরকার ১ কোটি টাকা পুরস্কার দেবে, বাবা বলছেন মেয়ের জন্য গর্বিত
  • বিশ্বচ্যাম্পিয়ন ক্রান্তি গৌড়

  • মধ্যপ্রদেশ সরকার ১ কোটি টাকা পুরস্কার দেবে

  • বাবা বলছেন মেয়ের জন্য গর্বিত

VIEW MORE
advertisement
advertisement