বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত আমডহরা সংলগ্ন বাকাদহ জয়রামবাটি সড়কের উপর দুর্ঘটনার কবলে পড়ে একটি ছয় চাকার চাল বোঝাই লরি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোররাতে ওই লরিটি দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি রাস্তার পাশে নিচু জায়গায় উলটে যায়। কোনমতে বেরিয়ে আসতে সক্ষম হন চালক। খবর পেয়ে এলাকায় জড়ো হন স্থানীয় লোকজন। পুলিশেও খবর যায়। লরিটি উদ্ধার করতে ঘটনাস্থনে আনা হয় ক্রেন। ক্রেনের সাহায্যে টেনে তোলা হয় বিশাল লরিটি।
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি রাস্তার পাশে নিচু জায়গায় উলটে যায়। ক্ষতিগ্রস্ত হয় লরিটি। যদিও ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এরপর একটি ক্রেনের সাহায্যে লরিটিকে রাস্তায় নিয়ে আসা হয়। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ভোররাতে চালকের চোখ লেগে যাওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটেছে।
