ভাঙড়ে পথ দুর্ঘটনা কমিয়েছে কলকাতা পুলিশ, এরই মাঝে আবার সুখবর! সংখ্যা বাড়বে ট্র্যাফিক গার্ডের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
গত এক বছরে পাল্টেছে ছবিটা। ট্র্যাফিক পুলিশের দৌলতে ভাঙড়বাসী রাস্তায় চলাচলের প্রাথমিক পাঠ পেয়েছেন। এরই মাঝে সুখবর।
ভাঙড়, সুমন সাহা: বিগত এক বছরে পাল্টেছে ছবিটা। ট্র্যাফিক পুলিশের দৌলতে ভাঙড়বাসী রাস্তায় চলাচলের প্রাথমিক পাঠ পেয়েছেন। কীভাবে গাড়ি চালাতে হয়, কীভাবে রাস্তা পারাপার করতে হয়, ট্রাফিক সিগন্যাল কী সবই এখন বুঝতে পারছেন এলাকার সাধারণ মানুষ। যার ফলে কলকাতা লাগোয়া যে এলাকার বাসিন্দারা এতদিন ট্র্যাফিক নিয়মের ধার ধারতেন না, তাঁরাই এখন ট্র্যাফিক আইন অনুযায়ী রাস্তায় চলাচল করছেন। কমেছে পথ দুর্ঘটনা।
২০২৩ সালে ভাঙড় এলাকায় বিভিন্ন পথ দুর্ঘটনায় প্রাণ হারাতে হয়েছিলেন ২২ জনকে। তবে উল্লেখযোগ্য বিষয় হল এক বছর পর কলকাতা পুলিশ দায়িত্ব নিতেই সেই সংখ্যা কমে গিয়েছে। ২০২৪ সালে ভাঙড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। গত এক বছরে নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত সমস্ত ট্র্যাফিক পুলিশকর্মী একটি টিম হিসেবে অক্লান্ত পরিশ্রম করেছেন। ভাঙড়ের মানুষও আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করছেন, তার ফলে এই সাফল্য।
advertisement
advertisement
তবে পরিসংখ্যায়ন অন্য কথা বলছে। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশন বাদে বাকি আটটি ডিভিশনে মোট ৩২৩ বর্গ কিলোমিটার এলাকার ট্র্যাফিক ব্যবস্থা পরিচালনা করার জন্য ২৫টি ট্র্যাফিক গার্ড আছে। ২০২৪ সালের ৭ জানুয়ারি ভাঙড়ের আটটি নতুন থানা নিয়ে কলকাতা পুলিশের অধীনে ভাঙড় ডিভিশন চালু হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পাশাপাশি চালু হয় ভাঙড় ট্র্যাফিক গার্ড। বাসন্তী রাজ্য সড়কের উপরে ঘটকপুকুর বাজারে অবস্থিত ট্র্যাফিক গার্ড থেকে এতবড় এলাকা সামলানো খুব চ্যালেঞ্জিং। তাই পুলিশ কর্তারা চিন্তা করেছেন ভাঙড় ট্র্যাফিক গার্ডের পাশাপাশি আরও তিনটি নতুন ট্র্যাফিক গার্ড চালু করার। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে কাশীপুর, কেএলসি এবং নারায়ণপুর ট্র্যাফিক গার্ড তৈরি হবে আগামী এক বছরের মধ্যে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
November 04, 2025 11:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভাঙড়ে পথ দুর্ঘটনা কমিয়েছে কলকাতা পুলিশ, এরই মাঝে আবার সুখবর! সংখ্যা বাড়বে ট্র্যাফিক গার্ডের

