Business Idea: হলদিয়ার গৃহবধূর দুর্দান্ত বিজনেস আইডিয়া! পুজোর ফেলে দেওয়া ফুল দিয়ে বানাচ্ছেন সাবান, ব্যাপক চাহিদায় লাভ হচ্ছে প্রচুর
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
পুজোতে অনেক ফুল, দূর্বা, তুলসী ও বেলপাতা ব্যবহার হয়। কিন্তু পুজোর পর ফুল ফেলে দেওয়া হয়। তবে সেই ফুল থেকেই বানানো যায় সাবান, ফেসপ্যাক সহ নানা জিনিস তৈরি করা যায়। তা করে দেখাচ্ছেন হলদিয়ার এই গৃহবধূ।
হলদিয়া, সৈকত শী: পুজোয় ফুল লাগে। পুজোর আগে সবাই যত্ন করে ফুল তুলে আনে। কিন্তু সেই ফুল পুজোর পর ফেলে দেওয়া হয় যত্রতত্র। আর সেই ফুল থেকে ছড়ায় দূষণ। তবে আর ফেলে দেওয়া ফুল থেকে দূষণ ছড়ানো নয় হলদিয়ার এক গৃহবধূ যা করে দেখাচ্ছেন জানলে অবাক হবেন! মন্দিরে প্রতিদিন নিত্যপুজো হয়, এছাড়া বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগে থাকে। পুজোতে অনেক ফুল, দূর্বা, তুলসী ও বেলপাতা ব্যবহার হয়। কিন্তু পুজোর পর ফুল ফেলে দেওয়া হয়। তবে সেই ফুল থেকেই বানানো যায় সাবান, ফেসপ্যাক সহ নানা জিনিস তৈরি করা যায়। তা করে দেখাচ্ছেন হলদিয়ার এই গৃহবধূ।
হলদিয়া শহরের ক্ষুদিরাম নগর এলাকার গৃহবধূ পিংকি মান্না দাস। স্বামী বেসরকারি সংস্থার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এক মেয়েকে নিয়ে সংসার। সংসারের দৈনন্দিন কাজের পর। নিজের ভাল লাগায় নানা কিছু তৈরি করেন যার নিত্য প্রয়োজনে কাজে লাগে। তার মধ্যে অন্যতম হল ফুলের নির্যাস থেকে সাবান তৈরি করা। পিংকির এই আইডিয়া শুধুমাত্র পরিবেশ দূষণকে রোধ করা নয় সেই সঙ্গে রয়েছে ব্যবসায়িক দিক। কারণ বর্তমান সময়ে হার্বাল জিনিসের চাহিদা বাড়ছে। ফুলের নির্যাস থেকে সাবান তৈরি করাটা খুব সহজ পদ্ধতি। ফলে যে কেউ এই কাজ করতে পারে এমনটাই জানান ওই পিংকি মান্না দাস।
advertisement
আরও পড়ুন: বেড়ে গেল ধানের সরকারি সহায়ক মূল্য, বিক্রির পদ্ধতিতেও নতুনত্ব! বিক্রির আগে খুশির হাওয়া কৃষকমহলে
advertisement
তিনি বলেন, “পুজোর পর এই ফুলগুলো পুকুরে কিংবা নদীতে ফেলে দেওয়া হয় আর যেটা পচে মিথেন গ্যাস তৈরি হয় যা পরিবেশ দূষণের জন্য দায়ী ও জলকে দূষিতে করে যা থেকে মশা, মাছি, পোকা জন্ম নেয়। এই ফুল, দূর্বা, তুলসী, বেলপাতা না ফেলে আমরা প্রাকিতিক ভাবে সাবান বানানোর কাজে ব্যবহার করতে পরি। আমরা বাজারের যে সাবান ব্যবহার করি তাতে এসএলএস, পারাবিনের মতো অনেক রকম রসায়ন থাকে। এছাড়াও নিম্নমানের তেল ব্যবহারে করা হয় যা ত্বককে শুষ্ক করে, ফলে চামড়া কুচকে যায়। ফেলে দেওয়া ফুল যাতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ফলে ত্বকের পুষ্টির জন্য দারুণ কার্যকর।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পিংকি দাস মান্না প্রথমে মন্দির থেকে ফুল সংগ্রহ করেন, তারপর সেই ফুল ডেটল জল দিয়ে ভাল করে পরিষ্কার করে নেন। এরপর ফুলকে মিক্সার গ্রাইন্ডার দিয়ে নির্যাস বের করে নেন। তার সঙ্গে চালের গুঁড়ো, মুলতানি মাটি, সোপ বার মিশিয়ে তৈরি করছেন সাবান। পদ্ধতিটা অনেকটাই সহজ। তার কথায় যে কোনও মানুষ এটা করতে পারবেন।
advertisement
পিংকি মান্না দাসের তৈরি করা এই হারবাল সাবান বর্তমানে নিচ্ছেন অনেকেই। পরিচিতিজনরা ছাড়াও বিদেশে কর্মরত রয়েছেন, তারাও পিংকির হারবাল সাবানের অর্ডার করেন। সেইমতো সাবান বানিয়ে তাদের পাঠিয়ে দেন পিংকি। পিংকির এই ফুলের নির্যাস থেকে সাবান তৈরি শুধুমাত্র পরিবেশ দূষণ না সাধারণ মানুষের ত্বকের ক্ষেত্রে উপকারী, আবার একটি রোজগারের মাধ্যমও হয়ে উঠছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
November 04, 2025 11:12 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: হলদিয়ার গৃহবধূর দুর্দান্ত বিজনেস আইডিয়া! পুজোর ফেলে দেওয়া ফুল দিয়ে বানাচ্ছেন সাবান, ব্যাপক চাহিদায় লাভ হচ্ছে প্রচুর
