বেড়ে গেল ধানের সরকারি সহায়ক মূল্য, বিক্রির পদ্ধতিতেও নতুনত্ব! বিক্রির আগে খুশির হাওয়া কৃষকমহলে
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
সোমবার থেকে শুরু হয়েছে সরকারিভাবে ধান কেনা। ঘরে বসেই সরকারি পোর্টালে ধান বিক্রির আবেদন করতে পারবেন চাষিরা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এখন আর চাষিদের লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে না। আগে থেকে ঘরে বসেই সরকারি পোর্টালে ধান বিক্রির আবেদন করতে পারছেন তাঁরা। সেখানে চাষিরা তাদের নাম নথিভুক্ত করে ধান বিক্রির সময় ধার্য করতে পারছেন। সেই সময়ই ধান নিয়ে যাচ্ছেন বিক্রির জন্য। ধান বিক্রির টাকা সরাসরি চাষিদের ব্যাঙ্ক একাউন্টে পাঠান হয়। সরকারিভাবে এমন পদ্ধতি চালু হওয়ায় অনেকটা সুবিধা হয়েছে চাষিদের। (ছবি ও তথ্য: জিএম মোমিন)









