Money Making Tips: জলে ভেসে সোনার ফল! মাত্র ৮ হাজার টাকা খরচে এক বিঘা জমিতে ২০ হাজার টাকা লাভ, পানিফল চাষে কৃষকের মুখে হাসি
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Money Making Tips: পানিফল চাষ আজ কৃষকদের জীবনে এনেছে লাভ ও স্বনির্ভরতার নতুন পথ। কম খরচে বেশি আয়, পুষ্টিগুণে ভরপুর এই ফলের চাহিদা শীতের আগেই বেড়ে চলেছে। জেনে নিন উপকারিতা ও চাষ পদ্ধতি।
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: জলেই জন্ম, জলে ভেসে সোনার ফল—আশার আলো পানিফল চাষে। শীত এখনও না নামলেও, শীতের আমেজ দরজায় কড়া নাড়ছে। এরই মধ্যে বাজারে দেখা মিলছে শীতকালীন পানিফল। এক জনপ্রিয় জলজ ফল, যা দেখতে ত্রিকোণ আকৃতির। কচি অবস্থায় লালচে, পরবর্তীতে সবুজ আর পেকে গেলে গভীর কালো রঙের হয়। জলা জমি থেকে ফল সংগ্রহ করে কৃষকরা বাজারে বিক্রি করছেন, আর সেই বিক্রিতেই মিলছে ভাল আয়।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখা, বাদুড়িয়া, বসিরহাট ও স্বরূপনগর এলাকায় এখন পতিত জলাভূমিতে পানিফল চাষে ব্যস্ত কৃষকরা। আগে যেখানে বছরের পর বছর জমি অনাবাদী পড়ে থাকত, সেই জমিতেই আজ পানিফল চাষ তাদের জীবনে নিয়ে এসেছে নতুন আশার আলো। মাত্র ৮-১০ হাজার টাকা খরচে এক বিঘা জমিতে এই ফলের চাষ করে কয়েক মাসের মধ্যেই মিলছে ১৫-২০ হাজার টাকা লাভ। জলজ পরিবেশে সহজেই বেড়ে ওঠায় চাষের ঝুঁকিও তুলনামূলক কম। বাজারে পানিফলের চাহিদা বাড়ায় কৃষকরা আগ্রহী হচ্ছেন এ চাষে। স্বল্প খরচে ভাল লাভ হওয়ায় এটি এখন লাভজনক মৌসুমি ফসল হিসেবে জনপ্রিয় হচ্ছে।
advertisement
আরও পড়ুন: দাবার বোর্ডে বুদ্ধির লড়াই! যুদ্ধক্ষেত্রে লড়ছেন দৃষ্টিহীন দাবাড়ুরা, দুর্দান্ত আয়োজন কোথায়
পানিফলের ইংরেজি নাম Water Chestnut। এটি একটি পরিচিত জলজ উদ্ভিদ, যার দৈর্ঘ্য প্রায় পাঁচ মিটার পর্যন্ত হতে পারে। এর শিকড় থাকে জলের নিচে, আর পাতা ভেসে থাকে উপরে। ফলের গায়ে শিংয়ের মতো কাঁটা থাকায় একে অনেকে শিংড়া বলে থাকেন। অনেকেই আবার জলের বাদাম নামেও চেনেন, যদিও এতে প্রকৃত বাদামের কোনও উপাদান নেই। এই ফল কাঁচা অবস্থায় খাওয়া যায়, আবার সিদ্ধ, রান্না বা শুকিয়ে প্রক্রিয়াজাত করেও খাওয়া সম্ভব।
advertisement
advertisement
চীনে পানিফলের ব্যবহার ও জনপ্রিয়তা বহুকাল ধরেই প্রচলিত। তারা এই ফল শুকিয়ে আটা তৈরি করেন এবং সেই আটা দিয়ে বিভিন্ন খাদ্যপণ্য যেমন পিঠে, কেক, বিস্কুট তৈরি করেন। চীনের বাজারে পানিফল নির্ভর খাদ্যদ্রব্যের চাহিদাও যথেষ্ট বেশি। পানিফল শুধু সুস্বাদুই নয়, স্বাস্থ্যগুণেও ভরপুর। এতে রয়েছে ক্যালশিয়াম, পটাশিয়াম, আয়রন, ভিটামিন বি১২ ও ভিটামিন সি, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সার্বিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত পানিফল খেলে হজমশক্তি ভাল থাকে, ক্লান্তি কমে এবং ত্বকের জেল্লা বৃদ্ধি পায়।
advertisement
আরও পড়ুন: ৩ দিনে ডবল, অ্যাজোলা চাষ বাড়তি আয়ের স্বপ্ন দেখাচ্ছে গ্রামীণ মানুষদের
প্রাচীন ইতিহাস বলছে, প্রায় তিন হাজার বছর আগে থেকেই চীনে পানিফল চাষ শুরু হয়েছিল। বর্তমানে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, জাপান, ইন্দোনেশিয়া, ইতালি, ফিলিপাইন ও আফ্রিকার বহু দেশে এর চাষ হয়। আজ বাংলার প্রান্তিক চাষিদের কাছে পানিফল শুধু এক মৌসুমি ফল নয়, এটি তাদের জীবিকা ও স্বনির্ভরতার প্রতীক হয়ে উঠছে। পতিত জমিতে এই ফলের চাষ যেমন পরিবেশবান্ধব, তেমনি স্থানীয় অর্থনীতির চাকা সচল করছে। শীতের আগমনী দিনে তাই গ্রামবাংলার জলাভূমি জুড়ে এখন ভাসছে সম্ভাবনার ফল—পানিফল।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
November 05, 2025 10:19 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: জলে ভেসে সোনার ফল! মাত্র ৮ হাজার টাকা খরচে এক বিঘা জমিতে ২০ হাজার টাকা লাভ, পানিফল চাষে কৃষকের মুখে হাসি
