West Bengal News Today Live: ছত্তীসগঢ়ের বিলাসপুরের পর এ বার উত্তরপ্রদেশের মির্জাপুর। মির্জাপুরের চুনারে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় কমপক্ষে চার যাত্রী নিহত হয়েছেন। প্রতিবেদন অনুসারে, এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রায় ৬ জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি এসআইআর শুরু হতেই বুথ লেভেল এজেন্টের সংখ্যা বাড়াতে শুরু করল রাজনৈতিক দলগুলি।নিউ ইয়র্কের মেয়র হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মীরাপুত্র জ়োহরান মামদানি। অন্যদিকে ৩৭ বছরের জন্মদিনে অনুরাগীদের শুভেচ্ছায় ভাসলেন বিরাট কোহলি। হার্দিক পান্ডিয়া তাঁর প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগ এনে সলমন খানের বিরুদ্ধে আইনি মামলা।
সুপারস্টার সলমন খানের বিরুদ্ধে আইনি অভিযোগ। রাজস্থানের কোটা ক্রেতাসুরক্ষা আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর আইনি ঝামেলায় পড়েছেন তারকা। অভিযোগ করা হয়েছে যে তাঁর অভিনয় করা একটি জনপ্রিয় পানমশলা ব্র্যান্ডের বিজ্ঞাপন “বিভ্রান্তিকর”।

প্রেমিকার সঙ্গে ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়ে পড়ল৷ প্রসঙ্গত মাহিকা শর্মার সাথে তার সম্পর্ক লুকানোর কোনও ইচ্ছা নেই হার্দিক পান্ডিয়ার। তার সর্বশেষ ইনস্টাগ্রাম আপডেট এর প্রমাণ দিতে পারে। সেখানে এক সমুদ্র সৈকতে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে আছেন এই জুটি৷ মনে করা হচ্ছে প্রেমিক যুগল মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন৷

রাজ্যের সব জেলায় এবার লিগ্যাল সেলের সভা হবে। SIR আবহে এবার আইনি সহায়তা কেন্দ্র করা হচ্ছে। কেউ কোনও অসুবিধায় পড়লে আইনি সহায়তা করবে তৃণমূল। প্রতি জেলায় এই বিষয়ে আগামী ১১ নভেম্বর থেকে ২০ নভেম্বর হবে সভা (পাবলিক মিটিং)
বিশেষ নজর উত্তরবঙ্গ ও পূর্ব মেদিনীপুরে। আগামী ১১ তারিখ ডোরিনা ক্রসিংয়ে প্রথম সমাবেশ। তৃণমূল সূত্রে খবর, নানা ভাবে আইনি সমস্যায় ফেলা হতে পারে। তাই আইনজীবীদের বিশেষ দল কাজ করবে। প্রসঙ্গত ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের প্রসঙ্গ তোলেন।
উত্তরপ্রদেশের মির্জাপুরের চুনারে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় কমপক্ষে চার যাত্রী নিহত হয়েছেন। নিহতরা গঙ্গায় পবিত্র স্নানের জন্য চোপান থেকে বারাণসী যাচ্ছিলেন। আরও ২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। চুনার রেলস্টেশনে যখন এই ঘটনা ঘটে তখন তারা একটি যাত্রিবাহী ট্রেনে করে চুনারে পৌঁছন। রেল কর্মকর্তাদের মতে, যাত্রীরা ট্রেনের প্ল্যাটফর্মের পাশে না নেমে বরং বিপরীত দিকে নেমেছিলেন, যেখানে তারা অন্য দিক থেকে আসা আরও একটি ট্রেনের সাথে ধাক্কা খান।
এখনও পর্যন্ত সবথেকে বেশি বুথ লেভেল এজেন্ট দিল বিজেপি। রাজ্যের ৮০৬৮১ টি বুথের জন্য বিজেপি এখনো পর্যন্ত দিয়েছে ২৪ হাজার ৮৫৮টিতে বুথ লেভেল এজেন্ট। সিপিআইএম দিয়েছে ১৮ হাজার ৭০৬, তৃণমূল কংগ্রেস দিয়েছে ১৩৫২৬, কংগ্রেস ৫৭৫৭ এবং ফরওয়ার্ড ব্লক দিল ১০৫৩। এস আই আর যে পূর্ণ সময়ের কাজ, সে বিষয়টি কমিশন আরও একবার স্পষ্ট করল। সোমবারের পর অবস্থান ফের স্পষ্ট করল কমিশন। স্কুল শিক্ষা দফতর যেহেতু স্কুলে যাওয়ার বিষয়ে নতুন নির্দেশ দেয়নি তাই আপাতত শুধু এসআইআর-এর কাজই করতে পারবেন বলে মনে করছেন বিএলও-রা। জাতীয় নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত অন ডিউটি নিয়ে কোনও ব্যাখ্যা আসেনি কমিশনের কাছে। ফলে আগামী একমাস অর্থাৎ ৪ ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র এসআইআর-এর কাজই করতে হবে বুথ লেভেল অফিসারদের।
জন্মদিনের সকাল থেকেই ভক্ত তথা অনুরাগীদের অভিনন্দন ও শুভেচ্ছায় ভেসে গেলেন বিরাট কোহলি। বুধবার ৩৭ বছরে পা দিলেন কিং কোহলি। আকাশ চোপড়া, প্রজ্ঞান ওঝা এবং যুবরাজ সিং-সহ বেশ কয়েকজন বিশিষ্ট ক্রিকেট ব্যক্তিত্বও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ৫ নভেম্বর, ১৯৮৮ সালে দিল্লিতে জন্মগ্রহণকারী বিরাট কোহলি আজ লক্ষ লক্ষ মানুষের হৃদস্পন্দন। কঠোর পরিশ্রম, আবেগ এবং নিষ্ঠার মাধ্যমে তিনি অসংখ্য রেকর্ড অর্জন করেছেন। যদিও কিং কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তবুও ওয়ানডে ফরম্যাটে তার দুর্দান্ত পারফর্মেন্স দিয়ে তিনি ভক্তদের মন জয় করে চলেছেন।

গত কয়েকমাসে মেট্রো বিভ্রাট যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও সমস্যা দেখা দিচ্ছে। যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকছে পরিষেবা। কখনও আবার আংশিকভাবে চালু করা হলেও দীর্ঘক্ষণ পরপর আসছে মেট্রো। ভিড়ে দমবন্ধ অবস্থা হচ্ছে যাত্রীদের। মেট্রো সফর রীতিমতো আতঙ্কের হয়ে দাঁড়াচ্ছে যাত্রীদের কাছে।
আজ বেলা ১১’টা নাগাদ বিলাসপুরের লালখাদানে যাবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। মৃতের সংখ্যা বেড়ে ১১ হয়ে গিয়েছে।
প্রাথমিকভাবে রেল, দুর্ঘটনার জন্য ট্রেন চালককে দায়ী করছে। তবে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থায় কোনও প্রযুক্তিগত ত্রুটি ছিল কিনা সেটাও দেখা হচ্ছে।

নিউ ইয়র্কের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। তিনি ভারতীয় চিত্রপরিচালক মীরা নায়ারের পুত্র। ডেমোক্র্যাটিক পার্টির এই নেতার বিরুদ্ধে ধারাবাহিক ভাবে প্রচার করে যাচ্ছিলেন ট্রাম্প। ভারতীয় বংশোদ্ভূত মামদানির জন্ম ১৯৯১ সালে উগান্ডার কাম্পালায়। তবে তাঁর বেড়ে ওঠা নিউ ইয়র্ক শহরে। মামদানির পিতা উগান্ডার খ্যাতনামী লেখক মাহমুদ মামদানি। মাহমুদেরও শিকড় ছড়িয়ে রয়েছে ভারতে।

বুধবার ভোরে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার চাতরু এলাকায় সন্ত্রাসবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে একটি সংঘর্ষ শুরু হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে যে, জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে সমন্বয় করে তাদের সেনারা গোয়েন্দা তথ্য-ভিত্তিক অভিযানের সময় ছত্রু এলাকায় জঙ্গিদের সঙ্গে লড়াই করেছে। কোনও জঙ্গি গুলিবিদ্ধ হয়েছে কিনা সে সম্পর্কে কোনও তথ্য এখনও পাওয়া যায়নি।

বুধবার ভোরে কেন্টাকির লুইসভিলের একটি বিমানবন্দর থেকে ওড়ার সময় তিনজন যাত্রী নিয়ে একটি ইউপিএস কার্গো বিমান বিধ্বংসী দুর্ঘটনায় পড়ে। বিস্ফোরণে বিমানের সকল আরোহী নিহত এবং ১১ জন আহত হন।
