পুলিশ জানিয়েছে, তারাই প্রথম এই পাচারের ঘটনার বিষয়ে জানতে পারেন। সেই মতো তাদের তত্ত্বাবধানেই পাচার আটকানো হয়। পাচার সামগ্রী বাজেয়াপ্ত করার সময় বিএসএফ বাধা দেয়। এই নিয়ে মামলা করা হয়েছে। দু’জন পুলিশকর্মী জখম হয়েছেন পুলিশ ও বিএসএফের হাতাহাতির মধ্যে। একজন বিএসএফ জওয়ানকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রের খবর, করিমপুর দিক থেকে একটি গাড়িতে করে নিষিদ্ধ কাশির সিরাপ পাচার হচ্ছিল চাপড়ার দিকে। গোপন সূত্রে খবর পেয়ে সীমানগর এলাকায় ঘাঁটি গাড়ে চাপড়া থানার পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এরপর গাড়ি থেকে নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করতে থাকে পুলিশ।
advertisement
অভিযোগ, ঠিক সেই সময় সীমানগর বিএসএফ ক্যাম্প থেকে কয়েকজন জওয়ান এসে পুলিশকে বাধা দেয় এবং বাজেয়াপ্ত করা সিরাপ নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, এক পর্যায়ে রড দিয়ে এক পুলিশ আধিকারিককে মারধর করা হয়। এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খবর পেয়ে পুলিশ ও বিএসএফ-উভয় বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। যদিও এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।






