তবে ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই সেই সিদ্ধান্ত কার্যত বদলে গেল! এখনই ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ শান্তিনিকেতন আশ্রম পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে না। এমনটাই জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে এদিন বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে খুব শীঘ্রই পর্যটকদের প্রবেশাধিকার নিয়ে নিয়ম তৈরি করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান হয়েছে।
advertisement
এই বিষয়ে বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানান, “অবশ্যই বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরে দেখবেন পর্যটকেরা, কিন্তু তার জন্য বেশ কিছু পরিকাঠামো বা নতুন নিয়ম কার্যকর করতে হবে। যাতে আশ্রম সুরক্ষিত থাকে। ইউনেস্কো থেকে পাওয়া ওয়ার্ল্ড হেরিটেজ তকমা যাতে কোনও ভাবেই ক্ষুণ্ণ না হয় সেই দিকে নজর দেওয়া হবে। দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে কতদূর পর্যন্ত পর্যটকেরা প্রবেশ করতে পারবেন, কোন সময় প্রবেশ করতে পারবেন ইত্যাদি নানা বিষয়।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আগে বিশ্বভারতীর ক্যাম্পাস ঘুরে দেখতে পারতেন পর্যটকেরা। তবে তা দুপুর ২ টোর পর থেকে আশ্রম ঘুরতে পারতেন। যদিও কোভিড পরিস্থিতির সময় থেকে আশ্রম প্রাঙ্গণ পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও আর পর্যটকদের জন্য আশ্রম খুলে দেওয়া হয়নি। তাতেই কার্যত হতাশ হয়ে পর্যটকেরা ফিরে যেতেন। তবে শুক্রবার সিদ্ধান্ত নেওয়া হয় পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে শান্তিনিকেতন আশ্রম। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত বদলে আবার যেন কোথাও হতাশ পর্যটকেরা।
সৌভিক রায়






